আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:২৭
বিডি দিনকাল ডেস্ক :- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের পর চাঁদপুরে জেলার ৫টি আসনের ভোটাদের মাঝে তেমন সাড়া না ফেললেও শহরের পাশাপাশি গ্রামাঞ্চলে সাধারণ ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা চলছে ।
এদিকে জেলার ৫টি নির্বাচনী আসনে মোট ভোটার ২১ লাখ ৫৬ হাজার ৬০৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবেন তাদের পছন্দের জনপ্রতিনিধি। এ বারে নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি এবং তার সমমনা জোট ৬৩টি দল অংশ গ্রহন না করায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, জাতীয় পাটিসহ ডজনখানিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং ডামি প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী অংশ গ্রহনে নির্বাচন হবে এমনটা আসা করছে দল গুলো । শান্তিপূর্নভাবে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসন বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করছেন বলে জানা গেছে।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এ জেলার ৫টি নির্বাচনী আসনে মোট ভোটর আছে, ২১ লাখ ৫৬ হাজার ৬০৯ জন।
চাঁদপুর জেলা নির্বাচন কর্কমকর্তা তোফায়েল হোসেন জানান, হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ি জেলার ৮টি উপজেলার ৫টি সংসদীয় আসনে মোট ভোটার ২১ লাখ ৫৬ হাজার ৬শ’ ৯জন। তাদের অর্ধেকই মহিলা ভোটার। মহিলা ভোটার হলেন, ১০ লাখ ৪৪ হাজার ৩২ জন। পুরুষ ভোটার ১১ লাখ ১২ হাজার ৫শ’ ৭৭ জন। এ জেলায় হিজড়া ভোটার আছে মাত্র ৬জন।
সংসদীয় আসন ভিত্তিক ভোটার চাঁদপুর- ১ (কচুয়া) মোট ৩ লাখ ২৫ হাজার ৭শ’ ৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩শ’ ৩১ জন, নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ৪শ’ ২৮ জন।
চাঁদপুর-২ (মতলব দক্ষিন ও মতলব উত্তর) মোট ভোটার ৪ লাখ ৬৭ হাজার ২শ’ ২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ রাখ ৩৮ হাজার ৬শ’ ৩৪ জন এবং নারী ভোটার হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৫শ’ ৯৪ জন।
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) মোট ভোটার ৫ রাখ ৮ হাজার ৯শ’ ৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৮শ’ ৯৩ জন। নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৯ জন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) মোট ভোটার ৩ লাখ ৬৯ হাজার ১শ’ ২৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭শ’ ৬৮ জন। নারী ভোটার ১ লাখ ৭৬ হাজার ৩শ’ ৬১ জন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) মোট ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৫শ’ ৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৯শ’ ৫১ জন। নারী ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬শ’ ১০ জন।
জেলা নির্বাচন অফিস আরো জানায়, ৮ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭শ’। চাঁদপুর-১ (কচুয়া) ১শ’ ৯টি। চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও উত্তরে) ১শ’ ৫৫টি। চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচরে) ১শ’ ৬৫টি। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জে) ১শ’ ১৮টি ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) ১শ’ ৫৩টি ভোট কেন্দ্রে রয়েছে।
উল্লেখ্য, এ জেলায় ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের নবম, দশম ও একাদশ সংসদীয় নির্বাচনে সব আসনেই নির্বাচিত হয়েছেন বর্তমান সরকারী দলের এমপিগণ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |