আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৫৭
চাঁদপুর:- চাঁদপুর থেকে ছিনতাই হওয়া ১৮ টন সয়াবিন উদ্ধার ও তিন ছিনতাইকারীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। নোয়াখালীর মাইজদী এলাকা থেকে সয়াবিন ভর্তি ট্রাকটি উদ্ধার করা হয়। এসময় ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালক ও হেলপারসহ তিন জনকে আটক করে পুলিশ।
মডেল থানা সূত্রে জানা গেছে, বরিশাল মুলাদির থেকে ১৮ টন সয়াবিন নৌপথে চাঁদপুর আসার পর ট্রান্সপোর্টের মাধ্যমে একটি ট্রাকের লোড করে লক্ষ্মীপুর বিসিককে পাঠানো হয়। ট্রাকচালক ও হেলপার সেই সয়াবিন বিসিককে না নিয়ে মাইজদী এক ব্যবসায়ীর কাছে চার লক্ষ টাকায় বিক্রি করে দেয়। সয়াবিন বিক্রির টাকা নিতে আসলে স্থানীয় ব্যবসায়ীরা ওই তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে চাঁদপুর থেকে ছিনতাই হওয়া সয়াবিনের সন্ধান পাওয়ার পরেই মডেল থানার তদন্ত ওসি সুজন কান্তি বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে ছিনতাই হওয়া ট্রাকভর্তি সয়াবিন উদ্ধারসহ ৩ জনকে আটক করে।
মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |