আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৬
ঢাকা :- ঢাকা ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বিএনপির এই শীর্ষ নেতা বর্তমানে এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালের সিসিইউতে রয়েছেন।
গতকাল সন্ধ্যায় অবস্থার অবনতি হওয়ার হলে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, বিএনপির ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ২০০১ সালের সরকারে তিনি দুরোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ছিলেন।
কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার নজরুল ইসলাম খানের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। তাকে স্কয়ার হাসপাতালে ভর্তির করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |