আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২২
নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আমাদের দেশ আজ গভীর সংকটের দিকে যাচ্ছে, এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে একত্রিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশের জনগণ আজ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে, জনগনের অধিকারগুলো আজ হরণ করা হয়েছে। আমাদের দেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে আমাদের কাজ করতে হবে।
আজ শুক্রবার ( ১০ মে) বাদ আসর মিরপুর ১ নম্বর ঈদগাহ মাঠ সংলগ্ন মনি কানন মসজিদে সাবেক ছাএনেতা শহীদ কমিশনার ছায়েদুর রহমান নিউটন এর ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় আমিনুল হক এসব কথা বলেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আমিনুল হক বলেন, নিউটন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজ গণতন্ত্র পুনরুদ্ধারে যারা কাজ করছেন, তাদেরকেও নির্যাতিত হতে হচ্ছে।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক, আহবায়ক কমিটির সদস্য ও বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |