আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩০
বিডি দিনকাল ডেস্ক : গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের পাশ থেকে ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী নুর উদ্দীন আহমেদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মুনতাসীর।
ছিনতাইয়ের শিকার জোবায়ের হোসেনের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরবর্তীতে আাজ বৃহস্পতিবার ভুক্তভোগীর দেয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার পুলিশ ।
গ্রেপ্তারকৃত ঢাবি শিক্ষার্থী নুর উদ্দীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এবং আবদুল্লাহ আল মুনতাসীর শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের সহ সভাপতি। দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।
শাহবাগ থানা সূত্র থেকে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর পল্টন এলাকা থেকে আসা একজন বিক্রয়কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে গেলে ছিনতাইয়ের কবলে পড়েন। পরে ৯৯৯ এ ফোন দিলে শাহবাগ থানার এসআই জাহাঙ্গীরের সহযোগীতায় একই দিন রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের পাশ থেকে ছিনতাইকারী ঢাবি ছাত্রলীগ নেতাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ১০ হাজার টাকার মধ্যে ৫ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়।
মামলার এজাহারে ভুক্তভোগী জোবায়ের উল্লেখ করেন, তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পরিচিত লোকের কাছ থেকে পুরোনো ১০০ সিসির একটি মোটরসাইকেল কিনতে এসেছিলেন। সেদিন সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেল বিক্রেতার জন্য অপেক্ষা করেছিলেন আর এমন সময় অভিযুক্ত ছাত্রলীগ নেতারা গিয়ে তাকে জেরা করতে থাকেন এবং পকেটে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন। পরবর্তীতে তার অনুরোধে ৫ হাজার টাকা ফিরিয়ে দিয়ে বাকি ১০ হাজার নিয়ে পালিয়ে যান এবং রাত সাড়ে ৮টার দিকে পুলিশের হাতে ধরা পড়েন। এসময় রাজিব নামে তাদের এক সহযোগী পালিয়ে যান।যার বিরুদ্ধে পরবর্তীতে পলাতক আসামি হিসেবে মামলা করা হয়েছে।
এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি। এটা বিশ্ববিদ্যালয় বাইরের এলাকার ঘটনা। পুলিশ অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।
এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তাদের প্রথমে আটক করা হয়েছিল। পরবর্তীতে অভিযোগকারী মামলা দিলে সে অনুযায়ী আমরা তাদের গ্রেপ্তার দেখিয়ে কোর্টে পাঠিয়ে দিয়েছি বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |