আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১২
মনির হোসেন জীবন- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “হিযবুত তাহরীর”র শীর্ষ নেতা তালাত মাহমুদ সায়েন (২৯)কে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত তালাত হিযবুত তাহরীর” শীর্ষ নেতা এবং দাওয়াতি বিভাগের অন্যতম দায়িত্বশীল সদস্য । এছাড়া সন্ত্রাস বিরোধী আইনে ১ টি মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী সে। গ্রেফতারকালে তার নিকট থেকে বিপুল পরিমান উগ্রবাদী বই ও লিফলেটসহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্বার করা হয়। গ্রেফতারকৃত তালাত লক্ষীপুর জেলার লক্ষীপুর থানার নওশাদ রেজার পুত্র। আজ রোববার সকালে র্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ ফজলুল হক এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ একটি দল শনিবার বিকেলে রাজধানীর হাজারীবাগ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে পলাতক এই জঙ্গি নেতা তালাতকে আটক করতে সক্ষম হয়। এএসপি মোঃ ফজলুল হক জানান, গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে সরকার বিরোধী ২৩ টি লিফলেট, ৩ টি উগ্রবাদী বই, ১টি কম্পিউটার, ১ সিপিইউ, ১টি মনিটর) ও ২ টি মোবাইল ফোন উদ্বার মূলে জব্দ করা হয়েছে। র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “হিযবুত তাহরীর” সাংগঠনিক কার্যক্রম প্রচারের নিমিত্তে জঙ্গি নেতা তালাত মাহমুদ সায়েন জঙ্গিবাদী লিফলেট ও পোষ্টার বিতরণের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা-স্কুলের মেধাবী ছাত্র তথা তরুণ প্রজন্ম ও সাধারণ জনগণকে জঙ্গিবাদে সম্পৃক্ত করতে উৎসাহিত করে থাকে। বাংলাদেশ সরকার বিরোধী কর্যক্রমের জন্য ২০১৫ সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল। র্যাবের এ কর্মকর্তা জানান, পরবর্তীতে জঙ্গি তালাত জামিনে বের হয়ে আত্মগোপনে থেকে দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গী সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ১ টি মামলা রয়েছে। এছাড়া ওই মামলায় বিজ্ঞ আদালতের রায়ে তাকে ২ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। বিজ্ঞ আদালতের রায় ঘোষনার সময় সে পলাতক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যাছে, জঙ্গি নেতা তালাত রাজধানীর একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০৮ সালে এসএসসি এবং ২০১০ সালে এইচএসসি পাস করে। তালাত মাহমুদ সায়েন ছাত্রজীবন থেকে “হিযবুত তাহরীর” সংগঠনের সাথে সম্পৃক্ত হয়। ২০১৫ সালে গ্রেফতার হয়ে ওই মামলায় ১ বছর জেল খাটার পর জামিনে বের হয়। পরবর্তীতে ২০১৬ সালে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নিজেকে আত্মগোপনে রাখার জন্য মালয়েশিয়াতে চলে যায়। র্যাব বলছে, জঙ্গি তালাত মালয়েশিয়া ২ বছর থেকে ২০১৮ সালে দেশে ফিরে এসে পুনঃরায় “হিযবুত তাহরীর” সংগঠনের সাথে জড়িয়ে পরে। “হিযবুত তাহরীর” শীর্ষ নেতারা গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় বাংলাদেশ সরকার বিরোধী লিফলেট ও উগ্রবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে সন্ত্রাসী কর্মকান্ডে উৎসাহিত করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |