আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৭
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট থেকে :- জযপুরহাটে সাড়ে ১৪কোটি টাক ব্যয়ে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ আক্কেলপুর টেনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নব-নির্মিত ভবন হস্তান্তরের পূর্বেই ৪তলা প্রশাসনিক ভবনের নীচতলা থেকে উপর তলার মধ্যে একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে।ফাটলটি নজরে আসার পর সেখানকার শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারিরা ভবিষ্যতে আকস্মিক ভ্থুমিকম্প বা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগে বড় কোন ধরনের ক্ষতি হয় কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তা ছাড়া এমন ফাটলের কারনে নব নির্মিত ওই ভবনটির স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে বিল্ডিং টিতে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
জানা গেছে, গত ২০১৮সালে শিক্ষা অধিদফতর আক্কেলপুর টেনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভবন নির্মান কাজের দরপত্র আহবান করে। সেই দরপত্রে বরাদ্দকৃত ১৪কোটি ৫১লাখ ৭২হাজার ৩৫৫দশমিক ৯৮টাকার নির্মাণ কাজটি পায় নওগাঁ জেলার মেসার্স মিলন ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারী প্রতিষ্ঠানটির নামে গত ১০/০৭/২০১৮ইং তারিখে ৩০মাসের মধ্যে ওই টেনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভবনের নির্মান কাজ শেষ করার সময় বেঁধে দিয়ে কার্যাদেশ ইস্যু করার হয়।১৮/০৯/২০১৮ইং তারিখে ঠিকাদারি প্রতিষ্ঠানটি যথারীতি নির্মাণ কাজ শুরু করে সম্প্রতি সমাপ্ত করলেও এখন পর্যন্ত এ ভবনটি আনুষ্ঠানিক ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর না করলেও চলতি শিক্ষা বর্ষে ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় ইতোমধ্যে প্রতিষ্ঠানটিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও কার্যক্রম শুরু হয়েছে।
এ ব্যাপারে উলেখিত নবনির্মিত ভবনটিতে ফাটল দেখা দেয়ার বিষয়ে জানতে চাইলে আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌতম কুমার মন্ডল স্থানীয় বলেন, ভবনটির ফাটল আমি দেখেছি । ইতোমধ্যে বিষয়টি আমি ঠিাকাদার সহ সংশ্লিষ্ট দফতরকে অবহিত করেছি’।
জয়পুরহাট জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তিনটি বিল্ডিংয়ের সংযোগস্থলে প্লাস্টার করা ছিল সেখানে সামান্য ফাটল দেখা দিয়েছে আমরা বিল্ডিংটি এক্সটেনশন জয়েন্ট করে দিব। তাছাড়া ওই ফাটলে ভবনের বড় ধরনের কোন ক্ষতি হবে না। এক কথায় আমরা ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানকে ওই ফাটল সারাতে লোহার প্লেট বসিয়ে ফাটল মেরামত করে দেয়ার জন্য বলছি। ওই বিল্ডিং টি ঠিকাদারী প্রতিষ্ঠান এখন পর্যন্ত ওই ভবনের নির্মাণ কাজটি হস্তান্তর করেনি। ওই ধরনের ফাটল বা অন্য আর কোন সমস্যা থাকলে তা ওই ঠিকাদারের নিকট থেকে হস্তান্তরের আগে ঠিক করে নেয়া হবে’। এতে আতঙ্কিত হবার কিছু নেই।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধিকারীর নাম-ঠিকানা না জানায় এবং তাদের কোন লোককে নির্মাণ স্থলে না পাওয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।ফলে ভবনটির নির্মাণ কাজে (দায়িত্বে থাকা)ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন বক্তব্যও নেয়া সম্ভব হয়নি। উলেখ্য ওই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ টি প্রথমে নওগাঁ জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে দরপত্র আহŸান করা হয়, পরে এটি বাস্তবায়ন করে জয়পুরহাট জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
নতুন ওই ভবনটি ব্যবহার কতটা নিরাপদ তা জানতে চেয়ে আক্কেলপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্তা হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন কেউ ৫ তলার উপরে কোন ইমারত তৈরী করতে চাইলে স্থানীয়ূ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অনুমতি নিতে হয়। কিন্তু আমাদেরকে কেউ অবহিত করে নাই। কলেজটির ফাটল বিষয়ে কোন তথ্য আমরা পাইনি।
তবে জন স্বার্থে আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানটির ওই ভবনের ফাটল দেখতে যাব। ভবনটি ব্যবহারে শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের জীবন ঝুঁকি থাকলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনে অবহিত করবো।’
এ ব্যাপারে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান জানান,‘আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নব নিম্র্মিত ভবনের ফাটলের বিষয়টি আমি জেনেছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি’। আশা করছি বিষয়টির দ্রুত সমাধান হবে জযপুরহাট জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম বলেন বিষয়টি আমি জেনেছি এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ননেয়া হচ্ছে। এবং ওই বিল্ডিং সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |