- প্রচ্ছদ
-
- অপরাধ
- জয়পুরহাটের আক্কেলপুরে গৃহধুকে জবাই করে হত্যার ঘটনায় স্বামী, ভাশুর ও জাসহ চরজন আটক
জয়পুরহাটের আক্কেলপুরে গৃহধুকে জবাই করে হত্যার ঘটনায় স্বামী, ভাশুর ও জাসহ চরজন আটক
প্রকাশ: ৮ মার্চ, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক জয়পুরহাট প্রতিনিধি :-
জয়পুরহাটের আক্কেলপুরের গুডুম্বা গ্রামে পান্না বেগম (৩০) নামে এক গৃহবধূকে নিজ বাড়িতে জবাই করে হত্যার ঘটনায় স্বামী, ভাশুর, জাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
৭ মার্চ মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ পান্না বেগম (৩০) তিনি গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৭ মার্চ মঙ্গলবার রাতে স্বামী সিরাজুল ইসলাম শবে বরাতের নামাজ আদায়ের জন্য গ্রামের মসজিদে যায়। রাত দশটার দিকে বাড়ি ফিরে নিজ ঘরে স্ত্রীর জবাই করা লাশ দেখতে পেয়ে চেল্লাচিল্লি শুরু করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের মেঝেতে গলাকাট লাশ ও ঘরের জিনিষপত্র এলোমেলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছার পর স্বামীর নাটক আর বেশীক্ষন স্থায়ী হয়নি। বেরিয়ে আসে স্বামী তার স্ত্রীকে হত্যার রহ
Please follow and like us:
20 20