আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:১৪
আবু বক্কর সিদ্দিক:-জয়পুরহাটে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রিরঅভিযোগে পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দাপুলিশ (ডিবি)। বুধবার বিকালে শহরের রেলস্টেশন এলাকাথেকে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির সময় তাদেরআটক করা হয়।
আটকরা হলেন– জয়পুরহাট পৌর শহরের শান্তিনগরমহল্লার মৃত মোবারক আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫), আদর্শপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে আব্দুল মমিন(৩২), তেঘর মহল্লার আব্দুল ওহাবের ছেলে রাকিবুল হাসান(২৪), সগুনা মহল্লার আসলাম হোসেনের ছেলে শফিকুলইসলাম (২৬), সবুজনগর মহল্লার মোসলেম হোসেনের ছেলেমশিউর রহমান (৪২)।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, আটককৃতরাদীর্ঘদিন থেকে বিভিন্ন ভুয়া জাতীয়পত্র ব্যবহার করে এবংকাউন্টারের বিক্রি টিকিট দ্বিগুন দামে বিক্রি করেআসছিল। রেলস্টেশন এলাকায় কালো বাজারে টিকিটবেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযানচালিয়ে ট্রেনের ৪২ টিকেটসহ তাদের হাতেনাতে আটক করাহয়।
জয়পুরহাট শহরের একজন যাত্রী মো: মাহমুদ জানান যখনই অনলাইনে টিকিট কাটার জন্য যাই তখনই বলেটিকেট শেষ্। কালো বাজারীরা উচ্চ ক্ষ]মতা সম্পন ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে সব টিকেট বেটে উচ্চ মুল্যেযাত্রীদের কাছে বিক্রি করে আসছিল। এখনও আরও কিছুসদস্য সক্রিয় আছে বলে জানালেন ভুক্ত ভেগীরা।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |