আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২১
জয়পুরহাট –প্রতিনিধি:-জয়পুরহাটে নেপাল দাস নামে ২০- বিজিবি ক্যাম্পের সদস্যে সিপাহির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত নেপাল দাস (৩৫), জয়পুরহাট ২০ বিজিবির সিপাহী। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালি মেঘচামী এলাকার নারায়ণ দাসের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর রাত ১০টা ৩৩ মিনিটে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরী বিভাগে জয়পুরহাট ২০ বিজিবি সদস্য হিসেবে তাকে রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয়। সেখানে ১৯৫নং রেজিস্ট্রারে তার নাম নেপাল দাস, ২০বিজিবি সদস্য, জয়পুরহাট হিসেবে লিপিবদ্ধ রয়েছে। এসময় তার রক্তাত্ব পোষাক ছিল। এরপর বিজিবি সদস্যরা হাসপাতাল মর্গে মরদেহ রেখে নিজেরা পাহারা দিচ্ছিলেন। আজ ১৮ নভেম্বর সকালে ময়না তদন্ত শেষে বিজিবি সদস্যরা সকালে এ্যাস্বুলেন্স করে মরদেহ বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। এ সময় মরদেহের সাথে থাকা বিজিবি সদস্যরা জানান, সকাল ১০টায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানানো হবে। কিন্তু এখন পর্যন্ত কোন প্রেস ব্রিফিং করেনি বিজিবি, এবং মোবাইল ফোন ধরছেনা কমান্ডিং অফিসার ২০ বিজিবি।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |