আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ-
‘ভূমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ’২০২১। গতকাল বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পাঁচদিন ব্যাপী এ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, ভূমি অফিস নিয়ে যেই অসাধু চক্র দুর্নাম ছডায় তাদের অপতৎপরতা কমে যাবে জমি রেজিষ্ট্রেশন ও মিউটেশন সেবা ডিজিটালাইজড হলে। ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন। অচিরেই ভূমি রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা ডিজিটালাইজেশন হবে। জেলা প্রশাসক ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সেবা পেতে এসে সাধারণ মানুষ যেন বিড়ম্বনার শিকার না হন কর্মরতদের সে নির্দেশনা দেন।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, এ্যাড: মোমিন আহম্মেদ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দনাথ মন্ডল, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আয়শা সিদ্দিকা প্রমুখ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |