- প্রচ্ছদ
-
- অপরাধ
- জয়পুরহাটে মটরসাইকেল চুরি চক্রের ৫ সদস্য কে গ্রেফতার
জয়পুরহাটে মটরসাইকেল চুরি চক্রের ৫ সদস্য কে গ্রেফতার
প্রকাশ: ৭ মার্চ, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক জয়পুরহাট।জয়পুরহাটে মটরসাইকেল চুরি চক্রের ৫ সদস্য কে গ্রেফতার করেছেডিবি পুলিশ। আজ মংগলবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান জেলা পুলিশ।
একমিনিটে মাস্টার কি’ দিয়ে লক খুলে মোটরসাইকেল চুরি করত তারা।
জনবহুল স্থান, বিয়ে বাড়ি, সাংস্কৃতিক অনুষ্ঠানের সামনে অবস্থান করে দুর্বল লক থাকা মোটরসাইকেল, অথবা যেসব মোটরসাইকেলে অতিরিক্ত লক বা তালা থাকে না সেগুলো ‘মাস্টার কি’ দিয়ে লক খুলে নিজেরাই মোটরসাইকেল চালিয়ে নিয়ে যেত। তারপর সেগুলো বিক্রি করা হত।
সম্প্রতি জয়পুরহাট শহরে সার্কিট হাউজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান চালাকালে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এর পর বিশেষ অভিযান পরিচালনা করে ৬ টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যদকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফ্রিং করে এসব তথ্য জানান জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলেন- তাওসিব হাসান,রবিউল ইসলাম, সোহানুর রহমান সোহান, শামীম হোসেন, মিম হোসেন, আলফার হোসেন।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাত ৮ টায় সার্কিট হাউজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে থেকে একটি ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় গত ১ মার্চ জয়পুরহাট থানায় মামলা করেন মোটরসাইকেলের মালিক রাশেদ এরপর পুলিশ রবিউলকে গ্রেফতার করে পরে তার দেওয়া তথ্যে আন্ত জেলা মোটরসাইকেল চোর চক্রের আরও ৫ জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ১০-১২ জনের একটি গ্রুপ এই চক্রের সঙ্গে জড়িত। মোটরসাইকেল চুরিতে দুটি মাস্টার কি ব্যবহার করতেন তারা। ওই মাস্টার কি দিয়ে এক মিনিটেই মোটরসাইকেল চুরি করে পালিয়ে যেতেন। এর আগেও বেশ কিছু মোটরসাইকেল জয়পুরহাটসহ বিভিন্ন জেলা থেকে চুরি করে বিক্রি করেছেন তারা।
প্রেস ব্রিফ্রিংয়ে আরও উপস্থিতছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহেদ আল-মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
20 20