আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:২৪
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:-
বুধবার ভোরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অভিযানে জেলার পুরানাপৈল এলাকা হতে দেশীয় ৪টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও হেরোইনসহ ৮ মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী জাকারিয়া হোসেন রকি (৩৬) কে গ্রেফতার করেছে।
র্যাব-৫ কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, বুধবার ভোরে স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃতে একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সদর থানার পুরানাপৈল এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী ৮ মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী জাকারিয়া হোসেন রকি কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৪টি ওয়ান সুটার গান, ১টি এয়ারগান, ২ রাউন্ড গুলি, ৩০ গ্রাম হেরোইন, ৬টি ডেগার ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রকির নামে বিভিন্ন থানায় ৮টি মামলা আছে।
সে জয়পুরহাটের পুরানাপৈল এলাকার একজন শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। সে এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ না খুলে। এছাড়াও সে অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জয়পুরহাট সদর এলাকার বিভিন্ন বালুমহল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। সে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে নেতৃত্ব প্রদান করত বলে র্যাব জানান। গ্রেফতারকৃত রকি সদরের পুরানাপৈল এলাকার নজরুল ইসলামের ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অস্ত্র আইন-১৮৭৮ তৎসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |