আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:৫৩
আবুবকর সিদ্দিক.জয়পুরহাট:-উত্তর বংগের বৃহত্তম জয়পুরহাট চিনিকলে এবার রেকর্ড পরিমান আখ মাড়াই করা হয়েছে। এই চিনিকলটি ৮৭ দিন চালু থেকে , ৯৩ হাজার ৮০৯ মেট্রিক টন আখ মাড়াই সম্পন্ন করেছে\ এত কওে ৪হাজার ৬শ মেট্রিক টন চিনি আহরন করা হয়েছ্ েআহরনের মাত্রা ৫. ১০ ভাগ ।
জয়পুরহাট চিনিকলের এমডি সৈয়দ আবুবকর জানান , জয়পুরহাট সদও জোনের আখ মাড়াই করা হয়েছে ৩৭ হাজার ৫৮৭ মেট্রিক টন, মহিমাগন্জ চিনিকলের আখ মাড়াই করা হয়েছে ২৯ হাজার ২শ ৯৭ মেট্রিক টন, আর শ্যামপুর চিনিকলের আখ মাড়াই করা হয়েছে ২৬ হাজার ৯২৪ মেট্রিক টন। এত কওে চিনি আহরন হয়েছে ৪ হাজার ৬শ ৮৫ মেট্রিক টন। যা গত এক যুগেও এত বেশী চিনি আহরন সম্ভব হয়নি।
চিনি শিল্পের সাথে জড়িয়ে আছে জয়পুরহাটের প্রায় ৫০ হাজার পরিবার। বিশেষজ্ঞ শিল্প মালিকগন চিনি শিল্পের সাথে জড়িত ব্যাক্তিরা জানান যদি এই চিনিকল আধুনিকরন কওে এলাকার আখ চাষীদেও আখ চাষে উদ্বোদ্ধ করা হয় । তা হলে এই শিল্প একদিন তাদেও হৃত গৌরব ফিরিয়ে আনবে। জয়পুরহাট চিনিকলওে উৎপাদন দিয়ে দেশের এক তৃতীয়াংশ মানুষের চিনির চাহিদা মিটবে বলে তারা আশা করছে।
শ্রমিক কর্মচারী ওআখচাষীদের পাওনা বেতন ভাতাদি দ্রæত পরিশোধের লক্ষ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষের সময়োপযোগী পদক্ষেপ নিবেন এমনটিই আশা সকলের।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |