আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:০৩
মোস্তফা ইমরান, মালয়েশিয়া প্রতিনিধি :- অনলাইনে আবেদন করে, ইমিগ্রেশনে গিয়ে, জরিমানা দিয়ে রিক্যালিব্রেশন রিটার্ন প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরার সুযোগ আগেই ঘোষণা করেছিলো মালয়েশিয়া সরকার। তবে এ প্রক্রিয়াকে আরো সহজতর করতে বিমানবন্দর থেকে জরিমানা দিয়ে সরাসরি দেশে ফেরার সুযোগ দিয়েছে মালয়েশিয়া। অভিবাসন বিভাগের পক্ষ থেকে আজ (বৃহ:স্পতিবার) এক বিজ্ঞপ্তীতে এ তথ্য জানানো হয়।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ’র তৃতীয় তলায় ৫ জুলাই থেকে এ প্রক্রিয়ার জন্য অভিবাসন বিভাগের পক্ষ থেকে একটি কাউন্টার খোলা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগ বলছে, বৈধকাগজপত্রবিহীন অভিবাসিদের সুবিধার্তে এ উদ্যোগ নেয়া হয়েছে, খুব সহজেই এখন তারা দেশে ফিরতে পারবে। আগে থেকে এ্যাপয়েন্টমেন্ট নেয়ারও প্রয়োজন নেই তবে বিমান ছাড়ার কমপক্ষে ৬ ঘন্টা আগে আসতে হবে বলেও জানানো হয়। একই সঙ্গে ২৪ ঘন্টা অভিবাসন বিভাগের এ কাউন্টার খোলা থাকবে বলেও উল্লেখ করা হয়।অভিবাসন বিভাগের ডিজি বলেন, সাধারন কর্মীদের ইমিগ্রেশনে গিয়ে ট্রাভেস পাস সংগ্রহে জটিলতা হচ্ছে, বিভিন্ন দেশের হাইকমিশনের এমন অভিযোগের ভিত্তিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
তবে এ প্রক্রিয়ায় অংশ নিতে হলে আগের মতোই পাসপোর্ট অথবা হাইকমিশন থেকে বৈধ ট্রাভেল ডকুমেন্টস, বিমান টিকিট, ৫’শ রিঙ্গিত (ডেভিড, ক্রেডিট কার্ড অথবা টাস এন্ড গো ই-ওয়ালেট এর মাধ্যমে) জরিমানা এবং ৭২ ঘন্টা মেয়াদের করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে।খুব শিগগির-ই কেএলআইএ-২ ও অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরেও কাউন্টার খোলা হবে বলে মন্তব্য করেন ইমিগ্রেশন ডিজি।
অভিবাসন বিভাগের সূত্র মতে, রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় এখনও পর্যন্ত ২ লাখ ৪৮ হাজার ৮৩ জন নিবন্ধন করেছেন। যারা মধ্যে ৯৮হাজার ১৯৪জন দেশে ফিরে যাওয়ার জন্য এবং ১ লাখ ৪৯ হাজার ৮৮৯ জন বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছেন।
সহজতর এ প্রক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমান প্রবাসী বাংলাদেশীর সহজে দেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হলো। যদিও বিমান টিকিটের উচ্চমুল্য ও বাধ্যতামুলক কোয়ারেন্টাইন জটিলতায় অনেকেই এ প্রক্রিয়ায় দেশে ফিরতে পারবে কি না তা নিয়ে রয়েছে সংশয়।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |