আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:১৮
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃযথা যোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় ও ইউনিয়নে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
মুন্সিগজ জেলার শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর বাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি মীর সপু স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার সন্তুষ্টি কামনা করে বলেছেন , শহীদ জিয়ার প্রবর্তিত কালজয়ী দর্শন ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ ও তাঁর কালোত্তীর্ণ আদর্শ বাংলাদেশের মানুষের মনে প্রবল উদ্দীপনা জাগিয়ে তোলে। আমাদের জাতীয় স্বাধীনতা ও জাতীয় ঐক্য এবং বহুদলীয় গণতন্ত্রকে সুরক্ষার চেতনা, বাংলাদেশী জাতীয়তাবাদ থেকে উৎসারিত।
তিনি আরও বলেন, জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ছিল অবিস্মরণীয়। তিনি জাতীয় সকল সংকটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন। মহান স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা, স্বাধীনতা যুদ্ধের ময়দানে বীরোচিত ভূমিকা এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে তাঁর অনবদ্য অবদানের কথা আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
স্বাধীনতা যুদ্ধের শুরুতে রাজনৈতিক নেতৃত্বের দোদুল্যমানতায় দেশের মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষনা পুরো জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেছে। এই ঘোষনায় দেশের তরুণ, যুবকসহ নানা স্তরের মানুষ মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা সেই সাথে তাকে রক্ষায় সেই দিন যে সকল বীর সেনা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় ।এর পর পরেই প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয় । নেতাকর্মীদের সাথে অসহায় দুস্থ মানুষের মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
এ সময়ে নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাখায়াত হোসেন মুকুল,জেলা আহব্বায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান মন্টু,কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সদস্য জসিম মোল্লা, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য কাজী সাচ্চু, কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী এনায়েত মৃধা, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কে এম রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি সফিক মোড়ল, সিনিয়র সহ-সভাপতি আলম বেপারি, সাধারণ সম্পাদক শফিক ভূইয়া, মৎস্যজীবি দলের সভাপতি আমির মেম্বার,ছাত্র দলের জেলা কমিটির সাবেক সহ সভাপতি রিমন হোসেনসহ,যুবদল নেতা মতি শেখসহ বিএনপি, যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |