আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩৭
“নাইমুর রহমান শান্ত,বাহরাইনঃগত ২৯ আগস্ট ২০২২, সোমবার বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত ডঃ মুহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ভলিবল দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ হাউজে সংবর্ধনা জানান।
বাহরাইনে অনুষ্ঠিত ২১তম এশিয়ান অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপ আসরে ১৭ দেশের প্রতিযোগিতায় বাংলাদেশ পঞ্চম হয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দারুণ চমক দেখিয়েছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, প্রথমবারের মতো এ ইভেন্টে অংশগ্রহণ করে বাহরাইনের মাটিতে বাংলাদেশ যে দূর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে এবং যে সাফল্য অর্জন করেছে এটি দেশের জন্য অনেক বড় অর্জন এবং আমাদের সকলের জন্য গৌরবের। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ভলিবল দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দূতাবাসের পক্ষ থেকে এদের সকলকে টোকেন উপহারসহ প্রশংসা পত্র প্রদান করা হয়।
এছাড়া, রাষ্ট্রদূত সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামকে বিশেষ ধন্যবাদ জানান। একইসাথে মেয়র আতিক টেলফোনে রাষ্ট্রদূত মহোদয়কে দূতাবাসের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |