আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৬
বিডি দিনকাল ডেস্ক:- জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক হালিমা খাঁন লুচি’র কনিষ্ঠ ভ্রাতা মতিন খাঁন আজ ভোর সাড়ে ছয়টায় রাজধানীর কাকরাইলস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। মতিন খাঁন এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক হালিমা খাঁন লুচি’র কনিষ্ঠ ভ্রাতা মতিন খাঁন এর অকাল মৃত্যুতে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। তিনি ছিলেন একজন সৎ ও সজ্জন ব্যক্তি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকে ¤্রয়িমান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
নেতৃদ্বয় শোকবার্তায় মতিন খাঁন এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক বিহব্বল পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |