আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৩৬
বিডি দিনকাল ডেস্ক:- জাতীয়তাবাদী মহিলা দল-ঢাকা মহানগর উত্তর শাখার ১০ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার ১০ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অনুমোদন করেছেন।
জাতীয়তাবাদী মহিলা দল-ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক আহবায়ক কমিটি নি¤œরুপ-
ঢাকা মহানগর উত্তর ঃ
১। আহবায়ক ঃ নায়েবা ইউসুফ
২। যুগ্ম আহবায়ক ঃ লাইলী বেগম
৩। যুগ্ম আহবায়ক ঃ রাবেয়া আলম
৪। যুগ্ম আহবায়ক ঃ রোকেয়া সুলতানা তামান্না
৫। যুগ্ম আহবায়ক ঃ স্বপ্না আহমেদ
৬। যুগ্ম আহবায়ক ঃ তাহমিনা আরফিন নিতা
৭। যুগ্ম আহবায়ক ঃ বুলবুল নাহার
৮। যুগ্ম আহবায়ক ঃ তাহমিনা আক্তার তন্বী
৯। যুগ্ম আহবায়ক ঃ এ্যাডঃ আঞ্জুমান আরা শিউলি
১০। সদস্য সচিব ঃ এ্যাডঃ রুনা লায়লা রুনা
ঢাকা মহানগর দক্ষিণ ঃ
১। আহবায়ক ঃ রুমা আক্তার
২। যুগ্ম আহবায়ক ঃ শাহীনুর নার্গিস
৩। যুগ্ম আহবায়ক ঃ হোসনে আরা লিজা
৪। যুগ্ম আহবায়ক ঃ সালেহা বেগম
৫। যুগ্ম আহবায়ক ঃ হাসিনা বেগম হাসি
৬। যুগ্ম আহবায়ক ঃ রেহেনা ইয়াসমিন ডলি
৭। যুগ্ম আহবায়ক ঃ ফেরদাউসি বেগম
৮। যুগ্ম আহবায়ক ঃ রাশিদা বেগম
৯। যুগ্ম আহবায়ক ঃ জাহানারা বেগম
১০। সদস্য সচিব ঃ নাসিমা আক্তার কেয়া
প্রেস বিজ্ঞপ্তি-–AMENDMENT-MOHILA DAL PRESS RELEASE-11 FEB 2022
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |