আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৬
বিডি দিনকাল ডেস্ক : আজ পুর্ব নির্ধারিত ফরিদপুর জেলা ও মহানগরে শান্তিপূর্ণ কর্র্মীসভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী প্রধান অতিথি এবং সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর পরপরই ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল আহসান মিঠুর নেতৃত্বে সন্ত্রাসীরা কর্মীসভায় কাপুরুষোচিত হামলা চালিয়ে কর্মীসভাটি পন্ড ও নেতাকর্মীদেরকে আহত করার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “বর্তমান সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করার হীন চক্রান্তের অংশ হিসেবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচীতে ক্রমাগত বাধা প্রদান করছে। সরকারের নীল নকশা বাস্তবায়ন করতে সরকারদলীয় সন্ত্রাসীরা বিএনপি’র সভা-সমাবেশ পন্ড করতে দেশব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বসে নেই, তারাও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা, গুলি চালিয়ে নির্মম হত্যাকান্ড সহ উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে বানোয়াট মামলা দিয়ে গ্রেফতারের মহাসযজ্ঞে লিপ্ত রয়েছে। গণবিচ্ছিন্ন আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং দলীয় সন্ত্রাসীদের ওপর নির্ভরশীল হয়ে দাম্ভিকতা, রক্তপাত আর মিথ্যাচারকে পূঁজি করে দেশ চালাতে গিয়ে রাষ্ট্রকে গভীর সংকটে নিপতিত করেছে। অন্যায় অবিচার ও ভয়াবহ অপশাসনের বিরুদ্ধে কেউ যাতে দুঃসাহস দেখাতে না পারে সেজন্য বিএনপি-কে ধ্বংস করতে সর্বশক্তি নিয়োগ করেছে সরকার। তারা বিএনপি এবং বিরোধী দলগুলোর সভা-সমাবেশসহ বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচি বানচাল করতে রাষ্ট্রযন্ত্রকে বেপরোয়াভাবে ব্যবহার করছে। আজ ফরিদপুর জেলা ও মহানগরে স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ কর্মীসভায় যুবলীগ সন্ত্রাসীদের হামলা ও নেতাকর্মীদেরকে আহত করার ঘটনা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আরও একটি নিকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।
যুবলীগের সশস্ত্র ক্যাডারদের বর্বরোচিত হামলায় স্বেচ্ছাসেবক দল-ফরিদপুর বিভাগীয় সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাডঃ হাবিবুর রহমান হাফিজ, কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান মিয়া, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাঈনুদ্দিন ইমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ বাদশা, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সুকদেব রায়, ভাংগা স্বেচ্ছাসেবক দলের মনির মাতুব্বর, লিটন, ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল তালুকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস তালুকদার, সদরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, বোয়ালমারী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির চৌধুরী এবং স্বেচ্ছাসেবক দল কর্মী মাজেদ সহ অনেক নেতাকর্মীকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, আমরা মনে করি-আহত নেতাকর্মীরা সন্ত্রাসীদের হামলায় ভীত সন্ত্রস্ত না হয়ে সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে আরও বেশী বলীয়ান ও উদ্দীপ্ত হবে। সরকারদলীয় সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের মাধ্যমে আওয়ামী সরকারের চিরদিন ক্ষমতায় থাকার বাসনা কখনোই পূরণ হবে না। যেকোন মূহুর্তে সরকারের রাজসিংহাসন ভেঙ্গে পড়বে।”
নেতৃদ্বয় অবিলম্বে ফরিদপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ কর্মীসভায় হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান। তারা আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন।JSSD-STATEMENT-28 SEP 2022
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |