- প্রচ্ছদ
-
- রংপুর
- জাতীয় পার্টি,কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদিত
জাতীয় পার্টি,কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদিত
প্রকাশ: ২৭ জুন, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি #
গত ২৭ জুন, মঙ্গলবার, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের,এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টি,কুড়িগ্রাম জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত করে পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি’র সুপারিশে সাবেক সংসদ সদস্য এ.কে.এম মোস্তাফিজুর রহমান’কে আহ্বায়ক ও মেজর মুহাম্মদ আব্দুস সালাম (অব.)’কে সদস্য সচিব করে জাতীয় পার্টি,কুড়িগ্রাম জেলা শাখার ৭১ (একাত্তর) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।
জাতীয় পার্টি,কুড়িগ্রাম জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি নিম্নরূপঃ-
আহ্বায়ক- এ.কে.এম মোস্তাফিজুর রহমান, সাবেক এমপি, যুগ্ম আহ্বায়ক- আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ,এমপি, ড.মেহে জেবুন্নেসা রহমান টুম্পা, খন্দকার আব্দুল হাকিম (সাবেক চেয়ারম্যান), আ.ম.প আনিছুর রহমান,মোঃ হাবিবুর রহমান হাবিব (সাবেক চেয়ারম্যান),
সদস্য সচিব- মেজর মুহাম্মদ আব্দুস সালাম (অব.), সদস্য- মোঃ ওয়াহেদুজ্জামান, মোঃ রাশেদুজ্জামান লালু, মোঃ ইসলাম হক, অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার , মোঃ আব্দুর রহমান মিয়া (সাবেক মেয়র), অধ্যক্ষ মোঃ রুহুল আমিন মন্ডল রেজা, মোঃ ফয়জুল হক, মোঃ আজিজার রহমান (সাবেক চেয়ারম্যান), প্রিন্সিপাল মোঃ হাফিজুল মন্ডল, এডভোকেট মোঃ হুমায়ুন কবির, মোঃ রেজাউল করিম রেজা (চেয়ারম্যান, হোলখানা), মোঃ আমিনুল ইসলাম, মোঃ রাকিব উদ দৌলা, মোঃ জোবাইদুল হুদা বাবলু, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ নূর নবী ইসলাম মিন্টু , মোঃ বেলাল হোসেন, মোঃ সাহিদুল হক সরকার, মোঃ ওয়াহিদুল হক (সাবেক ব্যাংকার), মোঃ আনোয়ারুল হক (করিমের খামার), মোঃ দুলাল হোসেন টেক্সটাইল মোড়, মোঃ মাহফুজুর রহমান (মোঘলবাসা), মোঃ হেলাল উদ্দিন রাজু (কাঠালবাড়ি), মোঃ আব্দুর রউফ ( হেড মাস্টার), মোঃ আব্দুল বাতেন (সাবেক মেম্বর), মোঃ সেকেন্দার আলী (পাচগাছী), মোঃ বয়েজ উদ্দিন ( ঘোগাদহ), মোঃ তাজুল ইসলাম ( ঘোগাদহ), মোঃ সদরুল হক আর্মি (যাত্রাপুর), মোঃ মনোয়ার হোসেন (যাত্রাপুর), মোঃ মজিবুর রহমান মাস্টার ( ভোগডাঙ্গা), মোঃ আবু তালেব ( ভোগডাঙ্গা), মোঃ মঈনুল হক ( সাবেক চেয়ারম্যান), মোঃ মজনু মিয়া, মোঃ শফিয়ার রহমান, মোঃ শফিকুল ইসলাম (শফু মাস্টার), মোঃ জামাল উদ্দিন (বিএনসি), এসএম আনোয়ারুল হক মাস্টার, মোঃ মেহেরজামাল (মেম্বর), মোঃ আনিসুর রহমান আঙ্গুর, মোঃ আবুল কালাম (আর্মি), ইঞ্জিনিয়ার মোঃ সাইফুর রহমান, মোঃ সোহরাব হোসেন, মোঃ মোবারক আলী, মোঃ জামাল উদ্দিন (সাবেক চেয়ারম্যান), আলহাজ্ব আব্দুল মারেক বসুনিয়া, মোঃ মোখলেছুর রহমান, মোঃ আব্দুল হালিম মন্ডল, মোঃ সলিম উদ্দিন, মোঃ আজহারুল ইসলাম সাদ্দাম (ঘড়িয়ালডাঙ্গা), মোঃ রুহুল আমিন বাদশা (ছিনাই), মোঃ আজিজার রহমান মাস্টার , মোঃ আতিয়ার রহমান মুন্সি, মোঃ মাহমুদুর রহমান বকুল (সাবেক চেয়ারম্যান), এ.কে.এম সফিকুল ইসলাম দারা, মোঃ আবুল হোসেন (সাবেক চেয়ারম্যান), মোঃ ফয়জুল হক সিদ্দিক, মোঃ রোকনুজ্জামান শাহীন (উপজেলা চেয়ারম্যান), মোঃ নাসির উদ্দিন লাল, একেএম সাইফুল রহমান (বাবলু), মোঃ ইব্রাহিম খলিল আকন্দ, শাহ মোঃ নূর-ই-শাহী ফুল (সাবেক চেয়ারম্যান), মোঃ আমজাদ হোসেন (প্রধান শিক্ষক), মোঃ বাবলু মিয়া ( চেয়য়ারম্যান, বেগমগঞ্জ)। এ বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম।
Please follow and like us:
20 20