আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:০১
নির্বাচনের সিডিউল ঘোষণা করার পর থেকে নানা জল্পনা কল্পনার অবসান গঠিয়ে অবশেষে আওয়ামীলীগের সাথে আসন বন্টন নিয়ে ২৬ টি আসনের সমঝোতা হয়েছে । আজ ১৭ ডিসেম্বর ছিল নমিনি প্রত্যাহারে দিন । সমঝোতা হওয়ার পর পরেই জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলো ।
জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোট শরিকদের ৩২টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে ২৬টি আসনেই জাতীয় পার্টিকে ছাড় দেয়া হয়েছে। জাতীয় পার্টিকে ছাড় দেয়া আসনগুলোর মধ্যে ২৫টি আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের প্রার্থীদের প্রত্যাহার করে নিয়েছে। আর একটি আসনে তারা আগে থেকেই প্রার্থী মনোনয়ন বাদ রেখেছে। অপরদিকে ১৪ দলীয় জোটের শরিক দলকে ৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। ছাড় দেয়া আসনগুলোর মধ্যে কুষ্টিয়া-২ আসনে তারা আগে থেকেই প্রার্থী দেয়নি। অন্য আসনগুলোতে শরিক দলের প্রার্থীদের নৌকা প্রতীক বরাদ্দ দেয়ার জন্য বলেছে। আজ নির্বাচন কমিশনে এ সংক্রান্ত চিঠি দিয়েছে আওয়ামী লীগ।
শরিক দলের মধ্যে আওয়ামী লীগ জাসদকে কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, বগুড়া-৪ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন ও লক্ষ্মীপুর-৪ আসনে মোশারফ হোসেনকে ছাড় দিয়েছেন। এর মধ্যে কুষ্টিয়া-২ বাদে অন্য দুটি আসনে আওয়ামী লীগ তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া ওয়ার্কার্স পার্টিকে বরিশাল-২ আসনে রাশেদ খান মেনন ও রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশাকে ছাড় দিয়েছে।
পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি (জেপি) আনোয়ার হোসেন মঞ্জুকে ছাড় দেয়া হয়েছে। জাতীয় পার্টিকে যেসব আসনে ছাড় দিয়েছে সেগুলো হলো-ঠাকুরগাঁও-৩ আসনে দলীয় প্রার্থী মো. ইমদাদুল হককে প্রত্যাহার করে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ, নীলফামারী-৩ আসনে দলীয় প্রার্থী মো. গোলাম মোস্তফার পরিবর্তে জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আসনে মো. জাকির হোসেন বাবুলের পরিবর্তে জাতীয় পার্টির আহসান আদেলুর রহমান, রংপুর-১ আসনে রেজাউল করিম রাজুর পরিবর্তে জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-৩ আসনে তুষার কান্তি মণ্ডলের পরিবর্তে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, কুড়িগ্রাম-১ আসনে মো. আছলাম হোসেন সওদাগারের পরিবর্তে জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ আসনে মো. জাফর আলীর পরিবর্তে জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-২ আসনে আফরুজা বারীর পরিবর্তে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আসনে মাহবুব আরা গিনির পরিবর্তে জাতীয় পার্টির মো. আব্দুর রশিদ সরকার। এছাড়া বগুড়া-২ আসনে তৌহিদুর রহমান মানিকের পরিবর্তে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনে মো. সিরাজুল ইসলাম খান রাজুর পরিবর্তে জাতীয় পার্টির মো. নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ আসনে আসাদুজ্জামান বাবুর পরিবর্তে জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান, পটুয়াখালী-১ আসনে মো. আফজাল হোসেনের পরিবর্তে জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার, রবিশাল-৩ আসনে সরকার মো. খালেদ হোসেনের পরিবর্তে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, পিরোজপুর-৩ আসনের মো. আশরাফুর রহমানের পরিবর্তে জাতীয় পার্টির মো. মাশরেকুল আজম (রবি), ময়মনসিংহ-৮ আসনে মো. আব্দুল হাই আকন্দের পরিবর্তে জাতীয় পার্টির সালাহ উদ্দিন (মুক্তি), ময়মনসিংহ-৮ আসনে আব্দুছ ছাত্তারের পরিবর্তে জাতীয় পার্টির ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ আসনে মো. নাসিরুল ইসলাম খানের পরিবর্তে জাতীয় পার্টির মো. মজিবুল হক, মানিকগঞ্জ-১ আসনে মো. আব্দুস সালামের পরিবর্তে মোহা. জহিরুল আলম রুবেল, ঢাকা-১৮ আসনে মোহাম্মদ হাবিব হাসানের পরিবর্তে জাতীয় পার্টির শেরিফা কাদের, হবিগঞ্জ-১ আসনে ডা. মুশফিকুর হুসেন চৌধুরীর পরিবর্তে জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহজাহান আলমের পরিবর্তে জাতীয় পার্টির মো. আবদুল হামিদ, ফেনী-৩ আসনে আবুল বাশারের পরিবর্তে জাতীয় পার্টির মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে মোহাম্মদ আবদুস সালামের পরিবর্তে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনে নোমান আল মাহমুদের পরিবর্তে জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠকে ছাড়া দেওয়া হয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জ-৫ আসনে কে এম এম নাসিম ওসমান জাতীয় পার্টির হয়ে ভোট করবেন। সেখানে আওয়ামী লীগের কোনও প্রার্থী নেই।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |