- প্রচ্ছদ
-
- প্রধান খবর
- জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মৃত্যুতে তারেক রহমানের শোক
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মৃত্যুতে তারেক রহমানের শোক
প্রকাশ: ৮ জুলাই, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক:- জাপানের সাবেক সফল এবং সর্বোচ্চ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী সিনজু আবে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উল্লেখ্য যে, জনাব তারেক রহমান ২০০৬ সালে আবের সংগে দুই দেশের অর্থনীতি এবং ব্যবসা সংক্রান্ত সম্পর্ক উননয়ন করার বিষেয় জাপানের টোকিওতে দ্বিপাক্ষিক সম্মেলন করেন। মুলত সেসময় থেকেই জাপান বাংলাদেশকে অর্থৈতিক সহয়তার পূর্ন আশ্বাস প্রদান করেন যার ফলশ্রুতিতে পরবর্তী সময়ে বাংলাদেশেকে জাপান সরকারের পক্ষ থেকে ৬০০০ ওকু জাপানিজ ইয়েন (১ ওকু = ১০০ মিলিয়ন) অর্থ প্রদান শুরু করে। যার সুফল বর্তমানে বাংলাদেশ পাচ্ছে, বিশেষ করে গভীর সুমুদ্র বন্দর, মেট্রো রেল প্রকল্প, জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের ৩ নং টার্মিনাল সহ অনেক বড় বড় প্রকল্প গুলো তার কারনেই হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তার শোক বার্তায় উল্লেখ করেন যে জনাব আবের মৃতুতে বাংলাদেশ হারাল একজন বিশ্বস্ত বন্ধুকে। তারেক রহমান তার শোক বার্তায় আবের পরিবারের সদস্য সহ জাপান সরকার এবং জাপানীজদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার আত্নার শান্তি কামনা করেন।
এদিকে জনাব আবের মৃর্তুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপানে বসবাসরত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ডঃ শাকিরুল ইসলাম খান শাকিল। এক শোক বার্তায় ডঃ শাকিল জনাব আবের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই হত্যাকে জাপানের ইতিহাসে একটি জঘন্য ঘটনা হিসেবে আখ্যা দেন। শাকিল আরো বলেন জনাব আবের মৃর্তুতে জাপান হারালো একজন সাচ্চা জাতীয়তাবাদী নেতাকে আর বাংলাদেশ হারালো একজন অকৃত্রিম বন্ধুকে।
Please follow and like us:
20 20