আজ বৃহস্পতিবার | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:০০
রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত চায়না জার্মানি। দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাত সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি মনে করেন, ইউক্রেনকে শুধুমাত্র সামরিক সহায়তা পাঠানোই ঠিক কাজ। জার্মানির একটি টেলিভিশন চ্যানেলে চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে এক সাক্ষাৎকারে এ কথা বলেন শলৎস।
ডয়চে ভেলের এক খবরে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ সামরিক আগ্রাসনের কারণে আন্তর্জাতিক মহলে আরো পদক্ষেপের জন্য চাপ বাড়ছে৷ বাইরে থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পেয়েও ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার আগ্রাসন শেষ পর্যন্ত প্রতিহত করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ফলে অনেকেই বলছেন ন্যাটোর উচিৎ হস্তক্ষেপ করে রাশিয়াকে থামানো। তবে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এমন সংঘাতের ঘোরতর বিরোধিতা করেন৷ ওই সাক্ষাৎকারে শলৎস বলেন, ইউক্রেনের দুর্দিনে সহায়তার একটা সীমা রয়েছে। সামরিক জোট ন্যাটোর কোনো দেশ সরাসরি ইউক্রেনে সামরিক অভিযানে অংশ নিলে নাটকীয় মাত্রায় পরিস্থিতির অবনতি ঘটবে বলে শলৎস সতর্ক করে দেন৷ তিনি এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সতর্কবাণীর কথাও উল্লেখ করেন৷
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিন্দা জানিয়েছেন শলৎস।
তিনি বলেন, পুতিন বার বার অভিযোগ করছেন যে ন্যাটো রাশিয়ার দোরগোড়ায় চলে এসেছে। অথচ ২০০৮ সালেই ইউক্রেন ও জর্জিয়া ন্যাটোর সদস্য পদের জন্য যে আবেদন জানিয়েছিল তা নাকচ করে দেয়া হয়েছিল৷ সেই সিদ্ধান্ত সঠিক ছিল বলে তিনি মনে করেন৷ ফলে সেই অজুহাতে ইউক্রেনের উপর হামলার পক্ষে রাশিয়ার কোনো যুক্তি থাকতে পারে না৷
এদিকে রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও সে দেশ থেকে গ্যাস ও পেট্রোলিয়াম আমদানির ক্ষেত্রে এখনো কোনো বাধানিষেধ আরোপ করা হয়নি। শলৎস এমন সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে বলেন, ইউক্রেনের উপর রাশিয়ার হামলার আগেই জ্বালানির দাম অস্বাভাবিক মাত্রায় বেড়ে গিয়েছিল৷ জার্মানির মানুষকে তাই আপাতত কিছুটা রেহাই দেয়া জরুরি। তবে যত দ্রুত সম্ভব গ্যাস আমদানির উপর নির্ভরতা কমানোর চেষ্টা চালাতে হবে৷
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:53 PM |