আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২০
জিম্বাবুয়ে ফেরত আরো একজন নারী ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে জিম্বাবুয়েতে যাওয়া নারী ক্রিকেট দলের দুই সদস্য করোনার ওমিক্রণ ধরনে আক্রান্ত। তাদের মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক তেমন কোনো সমস্যা নেই। রাজধানীর যে হোটেল তাদের আইসোলেশনে রাখা হয়েছিল সেখানে ভারতের প্রেসিডেন্ট ঢাকা সফরে এসে অবস্থান করবেন। এ কারণে সরকারি ব্যবস্থাপনায় নারী ক্রিকেটারদের হাসপাতালে নেয়া হয়েছে বলে বিসিবি সূত্র জানিয়েছে।
গত ১লা ডিসেম্বর দেশে ফিরেই ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে কোয়ারেন্টিনে নেয়া হয় নারী ক্রিকেটার ও টিম সদস্যদের। ৬ই ডিসেম্বর কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তৃতীয় দফা পিসিআর টেস্টে পজিটিভ হন দুজন। এরপর কোয়ারেন্টিনের মেয়াদ বাড়ানো হয়। পরে জিনোম সিকোয়েন্সে ওই দুই জনের ওমিক্রন ধরা পড়ে। কোয়ারেন্টিনে থাকা অন্য ক্রিকেটারদের মিরপুরে বিসিবি’র ব্যবস্থাপনায় রাখা হয়েছে। বুধবার করোনা পরীক্ষায় নেগেটিভ আসলে তাদের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |