আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১৭
বিডি দিনকাল ডেস্ক : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে কর্মসূচি:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কর্মসূচি নি¤œরুপ ঃ
১। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৯ মে ২০২৩, সোমবার বেলা ২ টায় রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বক্তব্য রাখবেন বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
২। শাহাদৎবার্ষিকী উপলক্ষে পোষ্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ।
৩। শাহাদৎবার্ষিকী উপলক্ষে সংবাদপত্র এবং অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ।
৪। শাহাদৎবার্ষিকী উপলক্ষে অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও পোষ্টার প্রকাশ।
৬। ৩০ মে মঙ্গলবার শাহাদৎবার্ষিকী উপলক্ষে ঃ
(ক) ভোর ৬টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।
(খ) ঐদিন সকাল ১১-০০ টায় দলের মহাসচিব মহোদয় এর নেতৃত্বে বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের
নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুস্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং
জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরীক হবেন।
(গ) দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুঃস্থদের মাঝে কাপড় ও রান্না করা খাবার বিতরণ।
আগামীকাল ২৯ মে ২০২৩ থেকে ১৫ জুন ২০২৩ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।
আগামীকাল ২৯ মে বিএনপি’র উদ্যোগে রমনাস্থ ইন্সটিটিউন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভা।
আগামী ১ জুন জাসাস, ২ জুন বিএসপিপি, ৪ জুন শ্রমিক দল, ৮ জুন তাঁতী দল, ১০ জুন মৎস্যজীবী দল এবং আগামী ১৫ জুন ২০২৩ পর্যন্ত বিএনপি’র অন্যান্য সংগঠন সমূহ ধারাবাহিকভাবে বিভিন্ন আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য গৃহীত কর্মসূচী:-
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর জীবনী নিয়ে সেমিনার সিম্পোজিয়াম, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, একটি জাতির জন্ম বই ও বুকলেট ছাপানো, বইমেলা প্রদর্শনী, স্বাধীনতার ঘোষণা থেকে তাঁর শাহাদাৎ পর্যন্ত বর্ণাঢ্য কর্মময় জীবনী নিয়ে বই/বুকলেট প্রকাশ করা, গণমাধ্যমসহ স্যোসাল মিডিয়ায় প্রচারসহ বিভিন্ন কমিটি গঠন করা হয়।
কমিটি সমূহ ঃ
২ জুন ২০২৩
পেশাজীবিদের সেমিনার
৩ জুন ২০২৩,
রির্পোটার্স ইউনিটি
বই মেলা ও চিত্র প্রদর্শনী কমিটি ঃ
আহ্বায়ক ঃ জনাব আমান উল্লাহ আমান, সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ।
সদস্য সচিবঃ সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
৪ জুন ২০২৩, সারাদেশে জেলা মহানগরে জিয়া স্মৃতি পাঠাগার উদ্ভোধন নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে।
সেমিনার কমিটি ঃ
৫ জুন ২০২৩, হোটেল লেক শো’র, গুলশান
আহ্বায়ক ঃ জনাব ইসমাইল জাবিউল্লাহ, সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ।
সদস্য সচিব ঃ জনাব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
স্বরচিত কবিতা ও চিত্রাংকন প্রতিয়োগিতা কমিটি ঃ
৯ জুন ২০২৩, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট
আহ্বায়কঃ বেগম সেলিমা রহমান, সদস্য জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি।
সদস্য সচিব ঃ জনাব আবদুল হাই সিকদার, সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ।
প্রকাশনা কমিটি ঃ
আহ্বায়ক ঃ বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ।
সদস্য সচিব ঃ জনাব আবদুল হাই সিকদার, সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ।
৫। রচনা প্রতিযোগিতা কমিটি ঃ
আহ্বায়ক ঃ অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বিশিষ্ট শিক্ষাবিদ
সদস্য সচিব ঃ অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
৬। মিডিয়া কমিটি ঃ
আহ্বায়ক ঃ জনাব জহির উদ্দিন স্বপন, সাবেক এমপি, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল।
সদস্য সচিব ঃ কাদের গণি চৌধুরী, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
উক্ত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবগণ কমিটির কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অর্ন্তভূক্তির ব্যাপারে তাদেরকে দায়িত্ব প্রদান করা হয়।
সারাদেশে ঃ
বিএনপি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলা ও মহানগরীসহ সকল ইউনিট এবং উক্ত ইউনিট সমূহের অধীনস্থ সকল ইউনিট কার্যালয়ে ৩০ মে ভোর ৬ টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে কাপড় ও রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পালন করা হবে।প্রেস বিজ্ঞপ্তি
(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।BNP PRESS RELEASE-28 MAY 2023
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |