- প্রচ্ছদ
-
- ঢাকা
- জিয়াউর রহমান-খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাঃ সফিকুর রহমান কিরন
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাঃ সফিকুর রহমান কিরন
প্রকাশ: ৩১ মে, ২০২২ ২:২৬ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘দিশেহারা জাতির পথপ্রদর্শক ও আলোর দিশারী’ উল্লেখ করে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সফিকুর রহমান কিরন বলেছেন,‘জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে দেশের হাল ধরে, দেশের কল্যাণে কাজ করে গিয়েছেন বলে আজও তিনি বাঙালি জাতির হৃদয়ে অমর হয়ে আছেন। আর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা।
সোমবার শরীয়তপুরের সখিপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
‘বর্তমান সরকার দুঃশাসনের মাধ্যমে গণতন্ত্রকে নসাৎ করে দিয়েছে’ মন্তব্য করে তিনি আরও বলেন, ‘এই সরকার আমলে যেমন দুর্নীতি হচ্ছে তেমনি গণতন্ত্রকে তারা হত্যা করেছে। হত্যা গুমের মাধ্যমে বিরোধী দলকে ধ্বংস করার জন্য যতকিছু করার করে যাচ্ছে। তাদের দুঃশাসন, দুর্নীতিতে মানুষ আজ দিশেহারা। মানুষ এখন পরিবর্তন চাচ্ছে। শুধু সাধারণ মানুষ কিংবা বিরোধী দলই নয়, আওয়ামী লীগের মধ্যে যারা ভালো মানুষ আছেন তারাও আজ লজ্জাবোধ করেন সরকারের কার্যকলাপের কারণে। মানুষ এখন তাদের কর্মকাণ্ডে ছিঃ ছিঃ করে।’ এই সরকার ক্ষমতায় থাকলে যতটুকু শান্তি অবশিষ্ট আছে সেটাও ধ্বংস হয়ে যাবে। এ কারণেই মানুষ এই সরকারের পতন চায়। একটা পরিবর্তনের জন্য তীব্র আকাক্ষা নিয়ে বসে আছে’ বলেন তিনি।
‘খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে এবং অমানসিক নির্যাতন করা হচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, এই দেশের মধ্যে সর্বাধিক জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তার মুখ দিয়ে কোনোদিন একটি খারাপ বাক্য উচ্চারিত হয়নি। তার বক্তব্য শোনার জন্য মানুষ অধির আগ্রহে থাকেন।
‘তারেক রহমানকে বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে দেশছাড়া করে রাখা হয়েছে। বাংলার মানুষ অপেক্ষা করছে কোনদিন প্রিয় নেতা দেশে আসবেন, দেশের মানুষের দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণে কাজ করবেন।
মানুষ তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে। এত জনপ্রিয় নেতা হওয়ায় সরকারি দলের সমস্ত নেতা নেত্রীর মুখের জ্বালা, দেহের জ্বালা, হৃদয়ের জ্বালা শুধু তারেক রহমান।
তিনি বলেন, আমাদের নেতা কিন্তু দেশে নাই। তারপরও তাকে এত ভয় পায় এই সরকার। তার বিরুদ্ধে শুধু কথা বলে। এই ভয়ের একমাত্র কারণ তারেক রহমানের জনপ্রিয়তা।’
তিনি বলেন, ‘এই সরকারের দুঃশাসন সহ্যের বাইরে চলে গিয়েছে। মানুষ এখন পরিবর্তন চায়। এ কারণে নির্যাতন হত্যা গুমকে উপেক্ষা করে স্বতঃস্ফুর্তভাবে মানুষ আন্দোলন করছে। সরকারের পরিবর্তন চাইছে। তিনি বিএনপি ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীকে মতানৈক্য, ভেদাভেদ ভুলে গিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমাদের মাঝে ভুল বোঝাবুঝি থাকতে পারে। মতানৈক্য হতে পারে। কিন্তু আমাদের একটাই পরিচয় আমরা শহীদ জিয়ার হাতে গড়া গণমানুষের দল বিএনপির কর্মী। আমরা দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী। ফলে আমাদের মূল পরিচয় আমরা সকলেই ভাই ভাই।’
উল্লেখ্য, শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি সফিকুর রহমান কিরণের বালার বাজারস্থ বাড়ীতে পুলিশ ও আওয়ামীলীগের নানান বাধার পরেও জেলা বিএনপি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শহাদাৎবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠান পালনের সময় দলীয় নেতাকর্মী নিয়ে সফিকুর রহমান কিরণ অবরুদ্ধ হন। তার পরেও সব বাধা উপেক্ষা করে তিনি অনুষ্ঠান সম্পন্ন করেন।
Please follow and like us:
20 20