- প্রচ্ছদ
-
- ঢাকা
- জেল-জলুম উপেক্ষা করে দ্বীন কায়েমের আন্দোলনকে এগিয়ে নিতে হবে: মাওলানা জালালুদ্দীন আহমদ
জেল-জলুম উপেক্ষা করে দ্বীন কায়েমের আন্দোলনকে এগিয়ে নিতে হবে: মাওলানা জালালুদ্দীন আহমদ
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ৫:৩৯ পূর্বাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহম বলেছেন, দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক পূর্বসূরী জেল-জুলুমের শিকার হয়েছে। তাই জেলা-জুলুম উপেক্ষা করে দ্বীন কায়েমের আন্দোলনকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, জেলে গিয়ে আমাদের হিম্মত ও সাহস বেড়েছে। বাতিল ও তাগুতের রক্ত চক্ষুকে ভয় না করে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।
তিনি গ্রেফতারকৃত দলের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দের দ্রুত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে শরীয়তপুর জেলা খেলাফত মজলিস
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় দলীয় নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করেন।
শরীয়তপুর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাব্বির আহমদ উসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা খবির উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুসলিম উদ্দীন, মাওলানা আনিসুর রহমান এবং ছাত্র মজলিস শরীয়তপুর জেলা সভাপতি, মোঃ আবু হুরায়রা শুভ ও সেক্রেটারি নাইমুল ইসলাম প্রমূখ।
Please follow and like us:
20 20