আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৮
বিডি দিনকাল ডেস্ক :-করোনা ভাইরাস মোকাবিলায় রেড, ইয়োলো ও গ্রিন জোন করে লকডাউনের সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ শনিবার হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ‘করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ও আমাদের করণীয়’ শীর্ষক অনলাইনে আলোচনায় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বৈজ্ঞানিক ব্যাখ্যার কারণে নেয়া ওই সিদ্ধান্ত খুব একটা কাজে আসেনি। সেসময় রেড, ইয়োলো, গ্রিন জোনে ভাগ করার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আপত্তি ছিলো। তিনি বলেন, করোনার সঙ্কটে সারা বিশ্ব যে পদক্ষেপগুলো নিয়েছিলো তার অনেকেই ভুল ছিলো। হঠাৎ চেপে বসা এ সঙ্কটে বাংলাদেশও ছোট ছোট কিছু ভুল করেছে। তবে সরকারের অধিকাংশ সিদ্ধান্তই কাজে দিয়েছে বলে দাবি করেন মন্ত্রী। এন্টিবডি টেস্টের ক্ষেত্রে সংশ্লিষ্টদের মতামত নিয়েই সিদ্ধান্ত নেয়া হয়েছিলো বলেও জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা করোনা মোকাবেলায় প্রান্তিক পর্যায়ের মানুষকে আরও সচেতন করতে সরকারকে আহ্বান জানান।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |