আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩৯
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:- জয়পুরহাটকে সম্ভাব্য পযর্টন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এবং জয়পুরহাটের আছরাংগা দিঘীকে সংস্কার করে বিরাট পযর্টন কেন্দ্র গড়ার পরিকল্পনা আছে। জাতীয় সংসদের মাননীয় হুইপ মহোদয় এব্যাপাওে সহযোগীতাকওে যাচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক মোং শরিফুল ইসলাম।
জয়পুরহাটকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ার দাবি জানিয়েছেন স্থানীরয়া। এছাড়া জেলার পাচবিবির পাথরঘাটা, লকমা জমিদার বাড়ী, কালাইএর নানদাইলদিঘী, ক্ষেতলালের আছরাংগা দিঘী, হিন্দা কসবা জামে মসজিদ, বারশিবালয় মন্দির , ভিমের পান্টি, সহ যে সব পযর্টন কেন্দ্র আছে , এসব সংস্কার করে কার্যকরি পদক্ষেপ নেওয়ারও দাবি জানান বক্তারা।
‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় জয়পুরহাটে।
এ উপলক্ষে সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় বক্তারা জেলায় পর্যর্টন ব্যাবস্থা জোরদার করার জন্য বিভিন্ন সুপারিশ করেন।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ্ইশরাত ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শরিফুল ইসলাম ,সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন,কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার,জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জাকির হোসেন, এনজিও কর্মকরতা মাহবুবা বেগম, জয়পুরহাট প্রেসক্লাবের সহসভাপতি আবুবকর সিদ্দিক, ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |