আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১:২১
আবু বকর সিদ্দিক,জেলা প্রতিনিধি:-কম উৎপাদন খরচে অধিক লাভ হওয়াই জয়পুরহাট জেলার পাঁচবিবির চাষী বাদাম চাষে সাফল্য লাভ করেছে।। এই বছরই পরীক্ষা মূলক চাষে এ সফলতা বুঝতে পেরে এ বারেই প্রথম ব্যাপক হারে বাদাম চাষ করবে বলে তিনি জানালেন।জেলার কৃষকরা এ ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও কেবল পরিশ্রমের ফলে বাদাম চাষ করে আশার স্বপ্ন দেখছেন এখানকার আরও উদ্যোমী কৃষকরা।
জয়পুরহাটের মাত্র দূ’ একজন কৃষক গত বছর অল্প জমিতে পরীক্ষামূলক ভাবে বাদাম চাষ করে সাফল্য লাভ করে। আর এ বছরই প্রথম বারের মতো এ বাদাম চাষ শুরু করেছেন পাঁচবিবি সুলতানপুর গ্রামের স্থানীয় আত্মবিশ্বাসী কৃষকগোলাম মোস্তফা।। তুলনামুলকভাবে অন্য ফসলের চেয়ে বাদাম চাষ করতে খরচ কম হলেও বেশী লাভের আশায় বাদাম চাষে আগ্রহ বেড়েছে এই এলাকার কৃষকদের মাঝে।
আর এই বাদাম চাষে উদ্বোদ্ধ করেছেন জয়পুরহাট জেলার সরেজমিন কৃষি গবেষনাগারের কর্মকর্তারা।
বাদাম ক্ষেত দেখতে আর বাদাম চাষীদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে প্রতি দিন আসছে জেলার বিভিন্ন এলাকা থেকে অনেক কৃষক। ভালো লাভের কথা শুনে আগামী মৌসূমে বাদাম চাষে আগ্রহের কথা জানান বাদাম ক্ষেত দেখতে আশা অনেকেই। কৃষক গোলাম মোস্তফা প্রথমে ৪ বিঘা জমি বাদাম চাষের জন্য প্রস্তুত করে। ,
তবে প্রথম বার বাদাম চাষ, তাই অভিজ্ঞতাও অনেকটাই কম। তাই এক একর জমিতে বাদাম লাগায়। প্রথমবার চাষ তাই ,ফলে রোগ-বালাই প্রতিরোধসহ ফসলটির যতœ ও পরিচর্যা নিয়ে কিছুটা শংকিত ছিলেন। এ সরেজমিন কৃষি বিভাগেওে বৈজ্ঞানীক কর্মকর্তাা রেসাবুল হক, ও রেজাউল সাহেব কৃি সহযোগীতায় , বাদাম কোনরকম বাধা নাপেয়েইে ঘড়ে তুলেছেন বলে জানালেন গোলাম মোস্তফা। সার, কীটনাশক, সেচ ,ও লেবার খরচ হয় প্রতি বিঘাতে ৫০০০/ (পাঁচ হাজার টাকা) আর বাদাম হয় প্রতি বিঘাতে ৬ মন। কাচা বাদাম বিক্রি হয় ৪০০০/(চারহাজার টাকা) বিঘা প্রতি ১৫ থেকে ১৬ হাজার টাকা লাভ হয়। খরচ কম লাভ বেশী ,এই জন্য গোলাম মোস্তফার দেখােেদখি অনেক চাষী আগামীতে বাদাম চাষ করবেবলে জানালেন প্রতিবেদককে। এখন বাদাম তেলের খুব চাহিদা জয়পুরহাটে।
খন্জনপুওে বাদাম তেলের জন্য ঘানি বসিয়ে বাদাম তেল তৈরী করছে , ৭০০ থেকে ৮০০ টাকা কেজীতে বিক্রী করছে সেই তেল। তাছাড়া বাদাম ভাজা অত্যন্ত সুস্বদু খাবার আবহমান কালথেকে বাংগালীর খাবার হিসেবে প্রচলিত আছে।
জেলা কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় উপজেলায় প্রথম বারের মত বাদাম চাষ হচ্ছে জমিতে। সরেজমিন কৃষি বিভাগেওে কর্মকর্তা রেসাবুল জানান এই বাদাম চাষ আমরা পরীক্ষামুলক ভাবেকৃষকদেও সহযোগীতা করছি। আগামী বছর ব্যাপক হাওে চাষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।, এ ফসল নিয়ে অত্যন্ত আশাবাদ ব্যাক্ত করলেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |