আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৭
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট: –আসছে কোরবানী ঈদকে সামনে রেখে জয়পুরহাটে প্রায় সাড়ে ১২ হাজার খামারে ২ লক্ষাধিক গরু কোরবানীর প্রস্তুুত হয়েছে। এসব গরুদেশীয় পদ্ধতীতে মোটা তাজাকরণে মৌসুমী ব্যাবসায়ী ও খামার সংশ্লিষ্ঠরা এখন হাটে তুলছে ঐ গরুগুলো।। তবে খামারী ও ব্যাবসায়ীরা বলছেন ভারতীয় গরু দেশে ঢুকলে চরম লোকসানের মুখে পড়বে তারা ।
সবচয়ে জেলার বড় গরু আক্কেলপুরের টিএন্ডটি পাড়ার সর্দার গোষ্ঠীর এক খামারীর একটি গরুর নজর কেড়েছে সবার ঐ খামারী জানালেন যে, তার গরুটির নাম রেখেছে সর্দার বাবু গরু। তারা বংশীয় র্সদার গোষ্ঠীর লোক বলে শখ কওে নাম রেখেছে সর্দার বাবু গরু। গরুটির ওজন ৪০ মন , তাকে দেখার জন্য এলাকাবাসী ও যারা কোরবানী ক্রয় করতে ইচ্ছুক তারা দাম হাকিয়েছে ১০ লাখ টাকা , সর্দার সাহেব চায় ১৫ লক্ষ টাকা।
আর গরু বেচাকেনায় অনলাইন প্লাটফরম সহ সব ধরণের প্রস্তুুতি নেওয়ার কথা জানালেন জেলা প্রানী সম্পদ বিভাগের কর্মকর্তা মাহফুজুর রহমান।।
জয়পুরহাটে ৫টি উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় প্রায় সাড়ে ১২ হাজার খামারে ঈদের কোরবানীর জন্য ২ লক্ষাধিক গরু লালন পালনে ব্যাস্ত সময় পার করছে মৌসুমী ব্যাবসায়ী ও খামার সংশ্লিষ্ঠরা। কোরবানীর বাজারে দেশী গরুর আলাদা কদর রয়েছে। দ্রæত মোটাতাজা করার উদ্যেশে গরুকে ইনজেকশন বা কোনো কেমিক্যাল দেওয়া হচ্ছে না দাবি খামারীদের। তবে গরুর গো খাদ্যার দাম বেশি ও শ্রমিক সংকট, পারিশ্রমিকও বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে খামারীরা। আর আসংঙ্খায় আছে ভারতীয় গরু দেশে ঢুকলে আরো লোকসানের মুখে পড়বে তারা। তাই খামারীদের সহায়তা ও বেকার যুবকদের কর্মসংস্থান বাড়াতে সহজ শর্তে ঋণের দাবি তাদের।
আক্কেলপুর শহরের টিএন্ডটি মহল্লার একটি গরু ৪০ মন মাংস হবে জানালেন গরুর মালিক বড় সর্দার , তারা সর্দাার বংশ সেই জন্য গরুটির নাম রেখেছে সর্দাও বাবু। তার দাম হাকছে ১৫ লাখ টাকা জানালেন মালিক । ১০ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে।
জয়পুরহাট জেলা ডেইরি ও ফার্মাস এসোসিয়েশন এর সভাপতি হীরালাল সাহা, জানান,
বেকার যুবকদের কর্মসংস্থান বাড়াতে সহজ শর্তে ঋণ দেওয়া হওে আরও খামারীরা উৎসাহ পাবে । দেশেই গরূর চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করা যাবে গরুর মাংস।
আসছে কোরবানীতে জেলায় দেড় লক্ষ পশুর লক্ষমাত্রার বিপরিতে ছোট বড় ১২,৪১৮ টি খামারে ২,১৪,৩৮১ টি পশু প্রস্তুত হচ্ছে, যা জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হবে সারাদেশ ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |