- প্রচ্ছদ
-
- অপরাধ
- জয়পুরহাটে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় ৬ আসামী গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার
জয়পুরহাটে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় ৬ আসামী গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার
প্রকাশ: ১ মে, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক, জয়পুরহাট:- জয়পুরহাটে অটোরিকশা ছিনতাই ঘটনায় জড়িত ৬জন আসামি কে গ্রেফতার করেছে জয়পুহাট থানা পুলিশ।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে, আলমগীর জাহান জানান গতকাল শনিবার এক অভিযান পরিচালনা করে (দ্রুত বিচার) আইন, ২০০২ এর এজাহার নামীয় আসামী ১। মোঃ সুমন ইসলাম, পিতা-মোঃ আমিনুল ইসলাম, সাং-পারুলিয়া আকন্দপাড়া, ২। মোঃ নুরনবী, পিতা-মৃত মোহাম্মাদ আলী, সাং-বড় তাজপুর (তাজপুর স্কুলের পার্শ্বে), ৩। মোঃ বাঁধন, পিতা-মন্টু রহমান, সাং-পারুলিয়া আকন্দপাড়া, ৪। শ্রী প্রশান্ত সিং, পিতা-শ্রী সুজন সিং, সাং-পুরানাপৈল খুলুপাড়া, ৫। মোঃ শাহীন, পিতা-মোঃ মাসুম, স্থায়ী সাং- বিশ্বাসপাড়া, বর্তমান সাং-কেশবপুর (রেল লাইন সংলগ্ন), ৬। মোঃ শামীম, পিতা-মৃত মালেক ব্যাপারী, সাং-নতুনহাট (আলহেরা একাডেমী সংলগ্ন), সর্ব থানা ও জেলা-জয়পুরহাটদেরকে গ্রেফতার করে জয়পুরহাট থানা পুলিশ।এবং ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
20 20