আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১০
আবু বকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ – জয়পুরহাটের পাঁচবিবির মাঝিনা এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগে কালাই থানার এসআই রাফি হাসানকে ক্লোজ করা হয়েছে। রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। ক্লোজ করা এসআইকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আটাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম জানান,শনিবার সন্ধ্যায় কালাই থানার এসআই রাফি হাসান পাঁচবিবি থানা এলাকার হিলি-চাঁনপাড়া সড়কে সিএনজি সহ বিভিন্ন পরিবহনে চাঁদা তুলছিলেন। এসময় একটি সিএনজি আটকিয়ে এক যাত্রীকে হান্ট কাপ লাগিয়ে ১লক্ষ টাকা দাবী করলে , স্থানীয় ইউপি সদস্য সহ স্থানীয়রা পাঁচবিবি পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে।
পাচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান যে, সে কালাই থানার এস, আই, পাচবিবি থানা এলাকায় পোশাক পড়ে এসে গাড়ী ধরা আইনের মধ্যে পড়েনা। এজন্য তাকে আটক কওে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে\
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, কর্মস্থল এলাকার বাহিরে কাউকে না জানিয়ে যাওয়া এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে ক্লোজ করা হয়েছে। এব্যপাওে একটি তদন্ত কমিটী গঠন করা হয়েছে। পরে বিভাগীয় তদন্ত করে অপরাধ প্রমানিত হলে ,শাস্তির আওতায় আনা হবে।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |