আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৭
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি ঃ -জয়পুরহাটে বিদেশী পিস্তল,ওয়ান শুটারগান, গুলি ম্যাগাজিনসহ আব্দুর রশীদ নামেএক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র্যাব-৫) এর সদস্যরা ।মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ভোর রাতে জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগাজিন ৫ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।আটক অস্ত্র ব্যবসায়ী আব্দুর রশীদ পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটককৃত অস্ত্র ব্যাবসায়ী আব্দুর রশীদ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। রতনপুর এলাকায় অস্ত্র বেচা-কেনা হচ্ছে ।এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পিস্তল, ওয়ান শুটারগান,গুলি ম্যাগাজিনসহ তাকে আটক করা হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |