আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩৪
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:- দেশে দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত জয়পুরহাট। এখানে আলু উত্তোলনে আরো প্রায় ২ মাস বাঁকী থাকলেও এরই মধ্যে শুরু হয়েছে জমি থেকে আগাম জাতের আলু উত্তোলন। আবহাওয়া অনুকুল আর রোগ-বালাই কম হওয়ায় ক্ষেতের ফলনও বেশ ভালো আর আগাম আলুর ভালো দর পেয়ে উচ্ছ¡সিত এ জেলার কৃষকরা। গত বছর আলুর দাম বেশী পাওয়ায এবার ২ হাজার হেক্টও জমিতে আলু চাষ বেশী করেছে কৃষকরা\
এবার জেলায় ৪২ হাজার১৩০ হেক্টও জমিতে আরু চাষ হয়েছে এর মধ্যে আগাম জাতের আলু চাষ হয়েছে ২ হাজার ৫০ হেক্টর জমিতে।। জয়পুরহাটের দিগন্ত জুড়ে এখন আলু ক্ষেতের সবুজ সমারোহ। আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভালো হওয়ার সম্ভাবনা উজ্জল হয়ে উঠছে দিন দিন। তাই তারা ব্যস্ত সময় পার করছেন আলু ক্ষেতগুলোতে। আর এরই মধ্যে আগাম জাতের আলু ঘরে তোলার কাজ শুরু করেছেন অনেকেই। বিঘা প্রতি ৯/১০ হাজার টাকা খরচ করে উৎপাদন হচ্ছে ৪০/৪৫ মন আলু। আর ভালো দামে উজ্জীবিত এখানকার আলু চাষীরা। এমন ভালো দাম পেয়ে আগাম জাতের আলু তোলার যেন উৎসব চলছে আলু ক্ষেতগুলোতে।
আগাম জাতের আলুর ভালো ফলন আর মনপুত বাজার দর থাকায় যারপর নাই খুশি জেলার কৃষকরা। বর্তমানে জাত ভেদে মন প্রতি আলুর বাজার দর চলছে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।
জয়পুরহাট থেকে আগাম জাতের আলু সংগ্রহ করে বেশী লাভের আশায় ব্যবসায়ীরা সরবরাহ করছেন- রাজধানী ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এতে মধ্যস্বত্বভোগী আলু ব্যবসায়ীরাও স্বীকার করলেন লাভের কথা।
ইতিমধ্যে আলু তোলার কাজ শুরু হয়েছে, আলুর ব্যাবসায়ীরা দেশের বিভিন্ন জেলা থেকে আলু ক্রয় কওে নিয়ে যাওয়া শুরু করেছে। কৃষকরা ভালো দাম পাচ্ছে বলেও জানান শ,ম, মেফতাহুল বারী ,জেলা উপপরিচালক কৃষি বিভাগ।
আলুর বর্তমান বাজার মূল্য স্থিতিশলি রাখতে বিকল্প খাদ্য হিসাবে আলুর ব্যাবহার বৃদ্ধির পাশাপাশি আলু রপ্তানীর উপর জোর দাবী জানান জেলার কৃষকরা।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |