আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:২৭
আবুবকর সিদ্দিক–জয়পুরহাট প্রতিনিধি::- জয়পুরহাটে একাধিক ছাত্রীর হয়রানী ও উত্ত্যক্ত করার অভিযোগে রেজাউল করিম (৬০) ও তৌহিদুল ইসলাম (৩৫) নামে দু’জন মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টা দিকে ওই মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটা মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন বুজরুগ ভারুনিয়া দাখিল মাদ্রাসার ইবতেদাযী সেকশনের শিক্ষক (কারী) রেজাউল করিম (৬০) ও একই মাদ্রাসার ইবতেদায়ী সেকশনের জুনিয়র শিক্ষক তৌহিদুল ইসলাম (৩৫) বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, একাধিক ছাত্রীর হয়রানী ও উত্তক্ত করে বুজরগ ভারুনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক রেজাউল করিম ও তৌহিদুল ইসলাম। মঙ্গলবার দুপুর ১২টায় দিকে ৩য় শেণীর ছাত্রীকে (১০) হয়রানী ও উত্তক্ত করে ওই মাদ্রাসার রেজাউল করিমের বিরুদ্ধে। একই অপরাধ রয়েছে ওই মাদ্রাসার জুনিযর শিক্ষক তৌহিদুল ইসলামের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে ওই ছাত্রীর বাবা এডহক কমিটির আহŸায়ক রেজওয়ানুল করিমকে অভিযোগ দায়ের করে।
আজ বৃহস্পতিবার সকালে ১০টার দিকে এডহক কমিটি জরুরি মিটিং করে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। এ ঘটনায়টি ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষকদের আটক করে পুলিশ। আরো অভিযোগ রয়েছে অভিযুক্ত শিক্ষক দের সাথে কথ বলে চুড়া›ত সিদ্ধান্ত নেয়া হবে । আটক শিক্ষকগন হচ্ছে সদও উপজেলাররাঘবপুর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মো: রেজাউল করিম, জলাটুল গ্রামের আমির উল্লাহর পুত্র তৌহিদুল ইসলাম।
ওই মাদ্রাসার একাধিক অভিভাবকরা বলেন, এই অভিযুক্ত শিক্ষকরা বিভিন্নভাবে ছাত্রীদের এ রকমের ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি দেওয়া উচিৎ।
এ ব্যাপারে বুজরুগ ভারুনিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শহীদুল ইসলাম বলেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা যাবে।
এ ব্যাপারে বুজরুগ ভারুনিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির আহŸায়ক রেজওয়ানুল করিম বলেন, অভিযুক্ত শিক্ষকদের ৬ (ছয়) মাস সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক রেজাউল করিম আগেও একই ধরনের অপরাধ করেছিল। তাই রেজাউল করিমের ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো: শহিদুল ইসলাম জানান , অভিযোগ পাওয়ার পর ম্যানেজিং কমিটির সিদ্ধিান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যাবস্খা নেয়া হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, এ ঘটনায় মামলায় দায়ের পরেই অভিযুক্ত শিক্ষকদের আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |