আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৯
আবু বকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ -জয়পুরহাটে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে রেজাউল করিম (৩৫) নামে এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রেজাউল করিম নিজেকে গ্রামগঞ্জের কথা নামে একটি পত্রিকার সম্পাদক বলে দাবি করেন।
গ্রেপ্তার রেজাউল করিম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ইসলামপুর এলাকার ফজর আলীর ছেলে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর সাব রেজিস্ট্রি অফিসের মোহরার বেলাল হোসেনের কাছে গিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে অফিসের বিভিন্ন সরকারী গোপন তথ্য জানতে চান রেজাউল। বেলাল তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেসব তথ্য জানার জন্য পরামর্শ দেন। তখন ওই কথিত সাংবাদিক তার কাছ থেকে ১০ হাজার চাঁদা দাবি করলে বেলাল চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে। এসময় সাংবাদিক পরিচয়দান কারী ওই ব্যক্তি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এমন নিউজ করবে বলে হুমকি দেয়। এসময় বেলাল হোসেন জরুরী সেবা-৯৯৯ এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |