- প্রচ্ছদ
-
- বাংলাদেশ
- জয়পুরহাটে নানা আয়োজনে উৎযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস
জয়পুরহাটে নানা আয়োজনে উৎযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস
প্রকাশ: ১৭ মার্চ, ২০২২ ৮:১৯ পূর্বাহ্ণ
জয়পুরহাট প্রতিনিধিঃ-জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষ্যে আজ সকাল আটটায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জয়পুরহাট প্রেস ক্লাব, সরকারি বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভিপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
এসময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম সোলায়মান আলী, গোলাম হক্কানি, সাধারন সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
Please follow and like us:
20 20