আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:৩৯
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ -জয়পুরহাটের পাঁচবিবিতে শামীম হোসেন (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(৩০ জুলাই) পাঁচবিবি উপজেলার বড়নারায়নপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শামীম হোসেন পাঁচবিবি উপজেলার বড়নারায়নপুর গ্রামের আইনুল মন্ডলের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, গত বুধবার কিশোর শামীম হোসেন কে রেখে তার বাবা -মা দিনাজপুরের বিরামপুরে আত্মীয়র বাড়িতে দাওয়াতে যায়। শামীম হোসেন বাড়িতে একা থাকাকলীন নিজ শয়ন কক্ষে সে মারা যান। শুক্রবার বিকেলে বাড়ির আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা তার নিজ শয়ন কক্ষে মরদেহ দেখে পুলিশ কে খবর দেয় । পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এই মুহুর্তে লাশের রহস্য জানা যায়নি। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ওসি ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:24 PM |
Isha | 6:44 PM |