আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৬
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃশস্য খাদ্য ভান্ডার ক্ষেত উত্তরের জনপদ জয়পুরহাট। বিস্তির্ন ফসলের মাঠ, এ জেলার প্রাণ কেন্দ্র। সবুজে ঘেরা প্রকৃতি দোলা দেয় বাতাসে। এ জেলায় প্রচুর ধান, আলু,সরিষা,আখ,পাট , কলা ,লতিরাজ কচু জন্মে। জমিতে কিটনাষক ছিটাতে হয় পোকার আক্রমন থেকে, কিন্তু আগের দিনে পাখিরা এসব পোকা মাকড় খেয়ে বাঁচতো। সেই কিটনাষক ব্যবহারে পাখির সংখ্যা কমতে শুরু করেছে বহু আগে থেকে। তারপর বড়বড় গাছ কাটার ফলে হারিয়ে যেতে বসেছে আমাদের পরিবেশ রক্ষাকারী পাখি। আগে গাছে গাছে পাখির বিচরণ ছিল দেখার মতো। আগে দেখা যেত .বক,মাছরাংগা, পানকৌড়ি,চড়–ই, বাবুই,ফিংগে, বুলবুলি,শালিক,চিল, শকুন,কাক,দোয়েল, কবুতর,টিয়া, ময়না,তোতা,দেশী গুদুরকানি,হরিয়াল,ডাহুক, কোকিল,শংখচিল, টুনটুনি, বালিহাঁস, বিচরন করত গাছে গাছে, ও জলাধারে।কিন্তু, সেদিন আজ আর অবশিষ্ট নেই। পাখিও এখন আর আগের মতো দেখা যায় না।
‘গাছের ডালে পাখির বাসা বেঁধে দেওয়ার উদ্যোগ নিয়েছে জয়পুরহাট জেলার শান্তিসংঘের কল্যানের পথে একদল তরুন ।
আজ বৃহস্পতিবার জেলার ক্ষেতলাল উপজেলা রোয়াইর , কাটাহার ও আন্দারীর চৌরাস্তার মোড়ে থাকা গাছের ডালে ২০০টি বাসা বেঁধে এ কর্মসূচির উদ্বোধন করেন শান্তিসংঘের কল্যানের পথের সভাপতি এম রাসেল আহমেদ।
বিশিষ্ঠ পরিবেশবিদ সাংবাদিক আবুবকর সিদ্দিক বলেন,পরিবেশ প্রকৃতি রক্ষায় পাখিদের ভূমিকা অপরিসীম। পরিবেশ-প্রকৃতির জন্য জয়পুরহাট জেলা এক অনন্য ভান্ডার। কিন্তু, নানা কারণে পাখির সংখ্যা কমে যাচ্ছে। বড় বড় গাছ না থাকায়,ও বনায়ন,খাল,বিল, পুকুর ভরাটকরনের ফলে, পাখিরা আশ্রয়স্থল হারাতে বসেছে। পাখিদের আশ্রয়স্থল হারানো খুবই বেদনাদায়ক। এ অবস্থা অনুধাবনের পর এগিয়ে এসেছে একদল তরুন। প্রাথমিকভাবে তাদের জন্য গাছের ডালে মাটির বাসা বেঁধে দেওয়ার কাজ শুরু করেছে। তাদেও পাশে দাঁড়িয়ে উৎসাহ উদ্দিপনা যোগানোর জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ জানানো হচ্ছে।
শান্তি সংঘ ”পর্যায়ক্রমে শত শত বাসা বেধে দেওয়ার লক্ষ্য নিয়ে এ কার্যক্রম শুরু করল। পাখিদের নিরাপত্তার কথা মাথায় রেখে, শুরুতে রাস্তার পাশে বড় বড় বট,পাইকড় ও বিভিন্ন গাছে এসব বাসা তৈরী করবে।পাখির সংখ্যা বাড়ানো ও বিলুপ্তপ্রায় পাখি ফিরিয়ে আনতে গাছে গাছে পাখির নিরাপদ বাসা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ কওে যাচ্ছে এই সংগঠন।
জননেতা তিতাস মোস্তফা বলেন, পর্যায়ক্রমে পুরো জয়পুরহাটের, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, বাগান বাড়ি, রাস্তার পাশের গাছে গাছে- তা ছড়িয়ে দেয়া হবে। এসব বাসা রক্ষণাবেক্ষণ এবং পাখি শিকার বন্ধেও আমরা কাজ করছি। আশা করছি এ কার্যক্রমের কল্যাণে পাখিরা আবার নিড়ে ফিরে আসবে।
কাটাহার রউফিয়া মাদ্রসার শিক্ষক আবু নাছের বলেন, আগে আমাদের এলাকায় অনেক পাখি ছিল ,দিন দিন এলাকায় পাখি শূন্য অবস্থা বিরাজ করছে। পাখিদের নিরাপদ বাসস্থান তৈরীতে যুবসমাজ যে ভুমিকা নিছে আমি সত্যি গর্বিত। আগে আমরা বিভিন্ন গাছে পাখির বাসা দেখতাম এখন আর সে বাসা দেখা যায়না। আশা করছি পাখিরা এই কৃত্তিম বাসস্থানে নিরাপদে অবস্থান করবে।
এসময় উপস্থিত ছিলেন শান্তিসংঘর- কল্যানের পথে…এর সহ সভাপতি সহ সভাপতি রাব্বিউল হাসান জিন্নাহ, মোঃ হেলাল উদ্দিন , সাঃ সম্পাদক জাহিদ হাসান, যুগ্ম সাধারন সম্পাদক রনি বাবু, মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুজন, প্রচার সম্পাদক মোঃ আরমান হোসাইন, মোঃ আলামিন ,লিটন রানা অর্থ সম্পাদক শিহাব শামীম , নারী বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, ক্রিয়া সম্পাদক হাবিবুর রহমান, রাইহান আহমেদ ,কার্যকারী সদস্য শামীম আহমেদ, আনোয়ার হোসেন, ফারুক হোসেন । এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন গন্য মান্যব্যক্তিবর্গ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |