আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৫
জয়পুরহাট প্রতিনিধিঃ -জয়পুরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আব্বাস উদ্দীন ও নুরুল ইসলাম এসব রায় দেন। এছাড়া উভয় মামলায় প্রত্যেক আসামীদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মৃতদন্ডপ্রাপ্ত আসামী আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের সাহাদুলের ছেলে সাজাদুল। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার উত্তর গোপালগ্রামের মৃত বাবর মন্ডলের ছেলে রব্বুল মন্ডল, গোলাম মোস্তফার ছেলে রিপন মিয়া ও ফজলুলের ছেলে মাহাবুল। এর মধ্যে রব্বুল ও রিপন পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের মেয়ে রূপালীর সাথে একই গ্রামের সাজাদুলের প্রেমের সম্পর্ক ছিল। এজন্য বিয়ের বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ হয়। ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে আসামী রূপালীকে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে যান। পরে নদীর পাড়ে তাকে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। পরের দিন সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা থানায় মামলা দায়েরের পর আদালত আজ এ রায় দেন।
অন্যদিকে ২০২১ সালের ২২ এপ্রিল পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রাম থেকে ১৪৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ৭০ বোতল বোতল ফেনসিডিলসহ ৩জনকে গ্রেফতার করে পুলিশ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |