আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৫
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি: -জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পারিবারিক কলহের জের ধরে আপন ভাবি রিমা আক্তারের হাতে শিশু দেবর লাবিব হোসেন (০৪) খুন হয়েছেন। সোমবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাতআনা (রশিদপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
লাবিব হোসেন ঐ গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় রিমা আক্তারকে আটক করা হয়েছে। তিনি জহুরুল ইসলামের ছেলে মেস্তাউলের স্ত্রী ও একই এলাকার নান্দাশ গ্রামের লুৎফর রহমানের মেয়ে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, জহুরুল তার বড় ছেলে মেস্তাউলকে বিয়ে দেওয়ার পর থেকেই বউ-শাশুরির দ্ব›দ্ব দেখা দেয়। যার ফলে মেস্তাউলকে পৃথক বাড়ি করে দেন। সে তার ছোট্ট ছেলে লাবিব হোসনকে নিয়ে আলাদা বাড়িতে বসবাস করেন। চলতি ধানকাটা মৌসুমে তার বড় ছেলে নিয়ে ধান কাটতে যান। সে সময়ে পুত্রবধু রিমা খাতুন তার দেবর লাবিব হোসনকে ভাত খাওয়ানো কথা বলে নিজ বাসায় নিয়ে যায়। সুযোগ বুঝে দেবর লাবিবকে শ্বাসরোধ করে হত্যা করে নিজ ঘরে লেপ দিয়ে ঢেকে রাখে। দীর্ঘ সময়ে লাবিব বাসায় না থাকায় বিভিন্ন স্থানে খুঁজতে থাকে জহুরুলের স্ত্রী। একপর্যায়ে লাবিবের লাশ ভাবি রিমার ঘর থেকে উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় রিমাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিজ স্বীকারোক্তির ভিত্তিতে ভাবি রিমারকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রস্ততি চলছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |