- প্রচ্ছদ
-
- রাজনীতি
- জয়পুরহাটে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে মাল্টিপার্টি সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে মাল্টিপার্টি সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক, জয়পুরহাট : জয়পুরহাটে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগ, বিএনপি ও নানা শ্রেণি পেশার মানুষকে নিয়ে মাল্টিপার্টি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ অক্টোবর সকাল ৯টায় স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে এ্যাডভোকেসি মাল্টি পাল্টি সভায় জেলায় রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে ৯ দফা সুপারিশসহ পাঁচশ জনের স্বাক্ষর সম্বলিত লিখিত একটি আবেদন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক ও যুগ্ম আহ্বায়কের নিকট হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে জয়পুরহাট মাল্টিপাটি এ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি খ ম আবদুর রহমান রনি। মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরামের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী বিভাগীয় সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার। তিনি বলেন, মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরাম বিগত সময়ে জয়পুরহাটের বিভিন্ন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। জয়পুরহাটে যেসব রাজনৈতিক দল আছে তারা কখনই এখানে কোন রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেনি যা সাধারণ জনগনের কষ্টের কারণ হয়। বাংলাদেশের বিভিন্ন নির্বাচনের সময় নানা ধরনের সহিংসতা সৃষ্টি হয় যেটা জয়পুরহাটে অতীতে কখনই হয়নি উল্লেখ করে জয়পুরহাটে সম্প্রীতি বজায় রেখেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তা যেন আগামীতেও বজায় থাকে সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়।
জয়পুরহাট জেলার রাজনৈতিক সম্প্রীতি যাতে বজায় থাকে সেই লক্ষ্যে মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম, জয়পুরহাটে গত ২৪ মে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করে এবং সাধারণ জনগণের মতামতের উপর ভিত্তি করে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে স্বাক্ষর গ্রহন কার্যক্রম পরিচালনা করা হয় যেখানে জয়পুরহাট জেলার প্রায় ৫০০ জনের স্বাক্ষর গ্রহন করা হয়।
৯ দফা সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিজেদের মধ্যে যেসব দ্বন্দ্ব আছে তা নিরসনের চেষ্টা করা, সকল দলের নেতাকর্মীদের নিজ দল এবং অন্য দলের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য প্রদান করা, সব সময় এক দল অন্য দল সম্পর্কে গঠনমূলক সমালোচনা করা, সভা বা সমাবেশে উচ্চানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা, দলগুলোর সভা বা সমাবেশ নিরাপদ দূরত্ব বজায় রেখে করা, সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজ দল অন্যদের সম্পর্কে বাজে মন্তব্য থেকে বিরত থাকা ইত্যাদি। সুপারিশ গুলো সঠিক ভাবে পালন করে আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে জয়পুরহাট জেলায় কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না এমন প্রত্যাশা ব্যক্ত করেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা । জয়পুরহাটে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করে আলোচনায় অংশ গ্রহন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মি আজিজ সাজ, জেলা মহিলা দলের সভাপতি পারভিন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল প্রমূখ।
সব শেষে জেলা মাল্টি পাল্টি এ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে জেলায় রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে ৯ দফা সুপারিশসহ পাঁচশ জনের স্বাক্ষর সম্বলিত লিখিত একটি আবেদন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক ও যুগ্ম আহ্বায়কের নিকট হস্তান্তর করা হয়। মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরামের সদস্য সহ আওয়ামী লীগ ও বিএনপির ফলোরা সভায় অংশগ্রহণ করেন।
Please follow and like us:
20 20