আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৮
জয়পুরহাট প্রতিনিধিঃ-জয়পুরহাটে ৫ বছর বয়সের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে পাঁচবিবি উপজেলার ঘোড়াপা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২ কিশোর উপজেলার ঘোড়াপা গ্রামের গাফ্ফারের ছেলে রবিউল ইসলাম (১৬) ও টিটুর ছেলে আরিফুল ইসলাম (১৪)।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, গত শনিবার সকালে শিশুটি তাঁর বাড়ির পাশে প্রতিবেশী গাফফারের দোকানে খাবার কিনতে যায়। এসময় গাফফার ও তাঁর স্ত্রী বাড়ীতে না থাকার সুযোগে ২ কিশোর শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির ভিতরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নেওয়া হয়। পরবর্তিতে শিশুটির অবস্থা অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। ঘটনার পর থেকে অভিযুক্ত ২ কিশোর পলাতক ছিলো। বুধবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলে জানান ওসি।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |