আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৬
জয়পুরহাট প্রতিনিধি:-জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া তরুণ সংঘ আয়োজিত শেখ কামাল ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় জয়পুরহাটের ঐতিহ্যবাহী বানিয়াপা পাড়া কামিল মাদ্রাসা মাঠে গুড়িগুড়ি বৃষ্টি উপক্ষো করে হাজারো দর্শকের উপস্থিতিতে এ ফাইনাল খেলায় পাকার মাথা একাদশ ফারাজী পাড়া একাদশকে ১-০ গোলে হারায়। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন কেনিয়ার খেলোয়ার দ্যা রোজ ¯œাইডার ও টুর্ণামেন্ট সেরা নির্বাচিত হন পাকার মাথা একাদশের হাসান।
খেলা শেষে জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা শামসুল আলম, ক্ষেতলাল পৌর আ’লীগের সভাপতি দুলাল মিয়া সরদার, প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল বাবু ও তরুণ সংঘের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান।
জয়পুরহাট জেলায় এই প্রথম ফুটবল টুর্ণামেন্টের কোন ফাইনাল খেলা রাত্রিকালীন অনুষ্ঠিত হওয়ায় জেলার বিভিন্ন উপজেলা থেকে খেলা দেখতে আসেন ফুটবল প্রিয় হাজারো দর্শক। ১৬টি দল নিয়ে গত আগস্ট মাসের ১৪ তারিখ থেকে শুরু হওয়া এই টুর্ণামেন্টটি সরাসরি সম্প্রচার করেন ‘সন্দিপন জয়পুরহাট’ নামে একটি ফেসবুক পেজ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |