আজ রবিবার | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪০
আবু বকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ -জয়পুরহাটে পৃথক অভিযান চালিয়ে মাদক সহকারে সাবেক সেনাসদস্যসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের দেওয়ান পাড়া মহল্লার শাহজাহান আলী মন্ডলের ছেলে সাবেক সেনা সদস্য শাহেদুল ইসলাম শাহেদ, চকগোপাল এলাকার ওসমান গনির ছেলে আব্দুর রাকিব ইসলাম ও মৃত তোফাজ্জল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম।
জেলা ডিবির ওসি শাহেদ আল মামুন জানান,আজ মংগলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট শহরের বৈরাগীর মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৭০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাবেক সেনা সদস্য শাহেদুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এদিকে পোষ্ট অফিস এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ও ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাকিব ও জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:42 PM |