আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৯
জয়পুরহাট প্রতিনিধিঃ -জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দামপাড়া-গোহারা গ্রামে স্ত্রী হত্যা মামলার রায়ে নয়ন মন্ডল নামে এক স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। রবিবার দুপুরে ওই আদালতের বিচারক গোলাম সারোয়ার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত নয়ন পাঁচবিবি উপজেলার গোহারা দামপাড়া গ্রামের আনসের আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গত ২০০২ সালের ১০ নভেম্বর নয়ন তার স্ত্রী রেশমাকে লাঠি দিয়ে এলোপাতারি মারপিটসহ বুকে লাথি মারলে রেশমা ওই দিনই মারা যান। ঘটনার দিনই রেশমার ভাই বাদি হয়ে নয়নকে আসামি করে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত শেষে ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |