আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:০৮
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:-জয়পুরহাট শহররে আরামনগর এলাকা থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলটেসহ বকুল হোসনে ও সুলতান মাহমুদ চৌধুরী নামে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সকালে এ তথ্য জানান জলো ডিবি’র ওসি শাহেদ আল মামুন।
আটককৃতরা হলেন জয়পুরহাট শহরের আরামনগর এলাকার মৃত অজিম উদ্দীনের ছেলে বকুল হোসেন সাবু(৪৩) ও সদর উপজলোর বাকিলা চৌধুরীপাড়ার আবুল খায়ের চৌধুরীর ছেলে সুলতান মাহমুদ চৌধুরী(৪২)।
ডিবি’র ওসি শাহেদ আল মামুন জানান, জয়পুরহাট শহরের আরামনগর এলাকার একটি বাড়িতে মাদক কেনা-বেচা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে ডিবি পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এসময় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বকুল ও সুলতানকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ৫টি করে ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও তিনি জানান।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |