আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২৮
জয়পুরহাট প্রতিনিধিঃ-জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়া বামনকুন্ডা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ শাহনাজ বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহনাজ বেগম একই এলাকার রেজাউল করিমের স্ত্রী।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়া বামনকুন্ডা এলাকার শাহনাজ বেগম দীর্ঘদিন থেকে মাদক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার স্বামীও এই ব্যবসার সাথে জড়িত। তারা পাঁচবিবি সীমান্ত দিয়ে মাদক নিয়ে আসতো, এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় র্যাব। এসময় ব্যাগের মধ্যে রাখা ৬ কেজি গাঁজাসহ শাহনাজ বেগমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |